adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারণ চিহ্নিত হলেও গ্রেফতার হয়নি খুনিরা

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীর গোপীবাগের চাঞ্চল্যকর ও রোহমর্ষক সিক্স মার্ডারের কারণ চিহ্নিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার তিন মাস অতিবাহিত হতে চললেও আসামি গ্রেফতারে গোয়েন্দা পুলিশের কার্যত কোনো চেষ্টাই লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের কারা খুনি তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন পুলিশের কর্মকর্তারা। কয়েকজন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হলেও তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবুল খায়ের মাতুব্বর বলেন, আমরা কারণ চিহ্নিত করেছি। তবে কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত নয়। কিছু সন্দেহভাজন রয়েছেন, তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ওয়ারীর গোপীবাগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ওই ঘটনায় কথিত পীর লুত্ফর রহমান ফারুক (৬০) তার ছেলে মনির হোসেন (৩০), মুরিদ মঞ্জু (৩০), মহিবুল (৩০), শাহিন (২৪) ও রাসেলকে (৩৭) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল্লাহ আল ফারুক বাদী হয়ে ওয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনার নৃশংসতা অত্যন্ত ভয়াবহ। খুনিরা ঠাণ্ডা মাথায় একেক করে ছয়জনকে গলা কেটে হত্যা করে।তিনি বলেন, এ খুন সম্পূর্ণ ধর্মীয় কারণে, সে বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। প্রথমে বলা হয়েছিল, জমি-জমা বা টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ খুন হয়েছে। কিন্তু মামলার তদন্তে এটা প্রমাণিত হয়েছে যে, খুনটি ধর্মীয় কারণে সংঘটিত হয়েছে। কোনো উগ্রবাদি সংগঠন এ খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা কিছু ব্যক্তিকে সনাক্তও করেছি। তাদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।তিনি আরও বলেন, মামলাটির তদন্তে  দেখা যায়, কথিত পীর লুৎফর রহমান ফারুক প্রথম অবস্থার দিকে যাত্রাবাড়ি ছিলেন। কিন্তু তিনি তার প্রবর্তিত কথিত নিজস্ব ধর্ম প্রচার করতে গিয়ে সেখানে বাধার মুখে পড়েন। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। এরপর তিনি সেখান থেকে চলে আসেন গেণ্ডারিয়া এলাকায়।  সেখানেও তিনি হত্যা  চেষ্টার সন্মুখীন হন। এখান থেকে পুলিশ তাকে একবার আটকও করে। এরপর সর্বশেষ তিনি আসেন গোপীবাগে। খুনিরা এখানে তাকে হত্যা করেন।তিনি বলেন, সার্বিকভাবে ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায়, খুনিরা তাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছিলেন। তারাই হত্যার জন্য পরিকল্পনা করতে থাকেন। কিভাবে বাসায় আসতে হবে, যেতে হবে কিভাবে তা তারা আগে থেকেই রেডি করে গেছেন।আবুল খায়ের বলেন, খুনিদের পরিকল্পনা ছিল অত্যন্ত সুক্ষ। এতো বড় হত্যাকাণ্ড ঘটানোর পরও তারা সেখানে  কোনো আলামত  রেখে যাননি। এমনকি কোনো মোবাইলও ব্যবহার করেননি। হত্যার পর খুনিরা বেসিনে রক্তমাখা হাত, মুখ পরিস্কার করে বের হয়ে যান। কোনো ধরনের আলামত না থাকায় খুনিদের  গ্রেফতারে দেরি হচ্ছে বলে তিনি মনে করেন।তবে আবুল খায়ের বলেন, আমরা যাদের সন্দেহের তালিকায়  রেখেছি। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে। হয়তো আটক করতে পারলেই এ ব্যাপারে অনেক তথ্য পাওয়া যাবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া