adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হার্টে ১৭ ব্লক নিয়ে বেঁচে থাকা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের ইয়াদাগিরি জেলার বাসিন্দা মিঠালাল ধোকা হচ্ছেন একটি অসাধারণ হৃদয়ের অধিকারী। আর নিজের এ অনন্য সাধারণ হৃদয়ের সুবাদে তার নাম ওঠে গেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়।একটি নয়, দুটি নয়- তার হার্টে মোট ১৭টি ব্লক ছিল। এগুলো সারিয়ে তুলে হৃদযন্ত্রের রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে তার হার্টে রেকর্ড সংখ্যক গ্রাফট বা ব্লাড ভ্যাসল(রক্ত ধমনী)স্থাপন করতে হয়েছে। তবে গিনেস রেকর্ড নয়- হার্টে এতগুলো ব্লক নিয়ে তার বেঁচে থাকার ঘটনাটি আলোড়ন তৈরি করেছে। চিকিৎসা বিজ্ঞানীরা তার বেঁচে থাকাকে একটি বিরল ঘটনা হিসেবেই দেখছেন! গত ১২ ফেব্রুয়ারি বান্দ্রার এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ধোকার হার্টে অস্ত্রোপচার করেন হার্ট সার্জন ডা. রমাকান্ত পাণ্ডে। এ সম্পর্কে ডা. পাণ্ডে বলেন, কোনো রোগীর হার্টে তিনটি আর্টারি বা ধমনী থাকাকে স্বাভাবিক বলে ধরা হয়ে থাকে। কিন্তু  ধোকার হার্টে এক মিলিমিটার ব্যাসার্ধের ১২টির বেশি আর্টারি ছিল।  ধোকাকে সারিয়ে তুলতে তার হার্টে ১২টি গ্রাফট তৈরি করেন ড. পাণ্ডে। তিনি বলেন, এর আগের রোগীদের ক্ষেত্রে আমি সর্ব্বোচ্চ আটিটি গ্রাফট ব্যবহার করেছিলাম।কিন্তু ধোকার বিরল হৃদয়ের জন্য আমাকে ১২টি গ্রাফট করতে হয়েছে।গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ধোকার বিষয়ে সুপারিশকারী চিকিৎসক ডা. পাণ্ডে জানান, অন্য রোগীদের হার্টে বড়জোর তিনটি বা চারটি ব্লক থাকে। আর ধোকার হার্টে এ সংখ্যা ছিল ১৭টি।এটি একটি ব্যতিক্রমী ঘটনা। পেশায় ব্যবসায়ী ধোকার হার্টে অস্ত্রোপচারের আগে যে এনজিওগ্রাম করা হয়েছিল তাতেই তার হার্টের ক্ষুদ্র ক্ষুদ্র ব্লকগুলো ধরা পরেছিল। আর এগুলো সারিয়ে তুলতেই ১২টি গ্রাফট স্থাপন করতে হয়। এটিকে অত্যন্ত অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন ডা. পাণ্ডে।চিকিৎসকদের ধারণা, দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসে ভোগার কারণে  ধোকার হার্টে এ সমস্যা  দেখা দেয়।এ সম্পর্কে ধোকা নিজে বলেন, গত ৩০ বছর আগে ডায়াবেটিকসে আক্রান্ত হয়েছি। আর ইনসুলিন নিচ্ছি গত সাত বছর ধরে।অবশ্য ভারতীয়দের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা একটু বেশিই রয়েছে। এ দেশের লোকজন ডায়াবেটিকস বা এ জাতীয় রোগে বেশি ভুগেন বলেই তাদের হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ডা. পাণ্ডের মতে ভারতীয়দের হার্টে ব্লকের পরিমাণও বেশি থাকে। তিনি বলেন, হৃদরোগ রোগ সারাতে পশ্চিমাদের  যেখানে তিনটি গ্রাফট করাই যথেষ্ট বলে মনে করা হয়,  সেখানে ভারতীয়দের দ্বিগুণ পরিমাণ গ্রাফটের প্রয়োজন হয়।হৃদরোগের ওপর গবেষণাকারী চিকিৎসক পাণ্ডে আরো বলেন, আমি ইতিমধ্যে বিভিন্ন বয়সের(২০-৮০ বছর) ৫শ রোগীর অস্ত্রোপচার করেছি। এদের বেশিরভাগেরই ছয়ের বেশি গ্রাফট করতে হয়েছে। এদের মধ্যে ৯০ ভাগই ছিলেন ডায়াবেটিকসের রোগী।এদিকে অস্ত্রোপচারের পর ধোকা এখন সুস্থ আছেন বলে জানা গেছে। তার ১২ গ্রাফটের প্রতিটি ভালোভাবেই কাজ করছে বলেও জানিয়েছেন চিকিৎসক পাণ্ডে। ফলে হার্টে রক্ত সরবরাহের গতিও স্বাভাবিক রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া