adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুবেলের বিশ্বকাপ শেষ, মাশরাফিও অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : রুবেল হোসেনের বিশ্বকাপ শেষ। চোটের কারণে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না বাংলাদেশের এ পেসার। শনিবার জাতীয় দলের ম্যানেজার সাব্বির খান  বিষয়টি নিশ্চিত করেছেন।সাব্বির বলেন, রুবেল হোসেন আর বল করতে পারবেন না। তার পরিবর্তে দলে অন্য কাউকে নেয়ার জন্য আমরা বিসিবির টেকনিক্যাল কমিটিকে জানিয়েছি। তারা বিষয়টা আইসিসিকে জানাবে।উল্লেখ্য, চট্টগ্রামে বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙ্গুলে ব্যথা পান রুবেল হোসেন (২৪)।টাইগার দলের আরেক পেসার মাশারফি বিন মুর্তজার (৩০) চোট সম্পর্কে সাব্বির খান বলেন, মাশরাফির রিপোর্ট আজ হাতে আসার কথা ছিল কিন্তু আসেনি। কাল রিপোর্ট হাতে পেলেই আমরা আপনাদের জানাতে পারবো। আজ শুধু রুবেলের রিপোর্ট পেয়েছি। তাতে আমরা নিশ্চিত হয়েছি, তিনি বেশ কিছু দিন বল করতে পারবেন না।ঘরের মাঠে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগে জাতীয় দলের পেসার রুবেল দল থেকে ছিটকে পড়ায় বিসিবি মাথায় আকাশ ভেঙে পড়েছে। শুধু রুবেলই নয় দেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা এখনও নিশ্চিত নয়।বিশ্বকাপে সুপার টেনের নিজেদের প্রথম ম্যাচে ২৫ মার্চ ঢাকায় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ২৮ মার্চ ঢাকায় ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুশফিকরা। এরপর ৩০ মার্চ ঢাকায় তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া