adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানার জামিন হলো এক মামলায়

নিজস্ব প্রতিবেদক : ইমারত বিধি না মেনে সাভারের রানা প্লাজা নির্মাণ করার মামলায় ভবনমালিক সোহেল রানাকে জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রোববার এই আদেশ দেয়। এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম সাংবাদিকদের বলেন, রাজউকের করা মামলায় রানাকে আদালত ছয় মাসের জামিন দিয়েছে। পুলিশের করা অপর মামলাতেও রানা জামিন চেয়েছিলেন। তবে সেই আবেদন ফিরিয়ে দেয়া হয়েছে।
এ মামালায় গ্রেপ্তার রানার বাবাকেও গত বছরের ১২ সেপ্টেম্বর জামিন দিয়েছিল হাই কোর্ট।
গত বছর ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত ১১৩০ জন নিহত হন, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক। পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ এ মামলা দায়ের করেন।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে। রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশলাফ খান অন্য মামলাটি দায়ের করেন।
রানা, রানার বাবা আব্দুল খালেকসহ মোট ৬ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন হতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া