adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলার বেসরকারি ফল আ.লীগ-৪ বিএনপি-১ জামায়াত-১

ঢাকা: চতুর্থ দফায় ৯১টি উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ৪৩ জেলার মধ্যে ৯১টি উপজেলায় এ পর্যন্ত ৬টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন ৪ জন, বিএনপির ১ জন এবং জামায়াতের ১ জন।

বরিশাল বিভাগ
বরগুনা: বেতাগী উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান কবির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত গোলাম কবির।
ভোলা: মনপুরায় আওয়ামী লীগ সমর্থিত সেলিনা আক্তার চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটপ্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শামসুদ্দিন বাচ্চু।
ঝালকাঠি: কাঁঠালিয়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ফারুক শিকদার। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির মিলন শিকদার।
খুলনা বিভাগ-
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আবু মো. আব্দুল লতিফ অমল। অপর প্রার্থী জামায়াত সমর্থিত খলিলুর রহমান।
রাজশাহী বিভাগ-
জয়পুরহাট: পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান হয়েছেন জামায়াতের মোস্তাফিজুর রহমান। তার প্রিতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু সাঈদ।
চট্টগ্রাম বিভাগ
ফেনী: ফুলগাজীতে বিজয়ী আওয়ামী লীগের একরামুল হক। নিকটপ্রতিদ্বন্দ্বী বিএনপির মাহতাব উদ্দিন আহমেদ।
রোববার সকাল ৮টা থেকে দেশের ৪৩টি জেলার ৯১ উপজেলায় শুরু হয় ভোটগ্রহণ। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় নির্বাচনে ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬৯ লাখ ৭ হাজার ৯৫৬ ও নারী ভোটার ৬৯ লাখ ৫১ হাজার ৩১২ জন।
 চতুর্থ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যান পদে ১ হাজার ১৮৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৮৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১২ জন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া