adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট জালিয়াতি ও কারচুপির আশঙ্কা রফিকুলের

নিজস্ব প্রতিবেদক : রোববার অনুষ্ঠেয় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট জালিয়াতি ও কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া।শনিবার সকালে জিয়া পরিষদের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদসহ সংগঠনটির কয়েকশ নেতাকর্মী।ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার ও বিরোধী দলবিহীন সংসদ সংবিধানপরিপন্থি। এই সংবিধানপরিপন্থি দলীয় সরকারের অধীন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, এটা ইতোমধ্যে গত তিন দফা নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হয়ে গেছে।তিনি বলেন, যেভাবে বিএনপি সমর্থিত প্রার্থী, নেতাকর্মী ও এজেন্টদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাচেষ্টা চালানো হচ্ছে তাতে এ নির্বাচন একভাগও সুষ্ঠু হবে কিনা এ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।হামলা-নির্যাতন বন্ধ করে দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচন  দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া