adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দালন গ্রেপ্তারে থামবে না: নজরুল

নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে বিরোধীদলের নেতাকর্মীদের আরও বেশি সংখ্যায় গ্রেপ্তারের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গ্রেপ্তারে আন্দোলন থামবে না।শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।নজরুল বলেন, শুনতে পাচ্ছি আরও  বেশি খারাপ সময় আসছে। বিরোধীদলের নেতাকর্মীদের আরও গ্রেপ্তার করা হবে। কিন্তু আমরা বলে দিতে চাই, এসব গ্রেপ্তারে আন্দোলন থামবে না।তিনি বলেন, অনির্বাচিত অপকৌশল ও খয়রাতি এমপিদের নিয়ে বর্তমান সরকার গঠিত। এই সরকার জনগণের সরকার নয়।নজরুল বলেন, যে সংসদের বেশিরভাগ আসনের প্রতিনিধিরা জনগণের নির্বাচিত নয়, তারা কখনোই জনগণের সরকার নয়। এই অবৈধ সরকার জনগণ চায় না।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।তিনি বলেন, সরকার ফ্যাসিস্ট।দেশে গণতন্ত্র নাই। ৫ জানুয়ারি গণতন্ত্র ধ্বংসের নির্বাচন করেছে আওয়ামী লীগ।সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খান  সোহেলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া