adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার হাতে নিখোঁজ বিমানের গুরুত্বপূর্ণ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ মালয়েশিয়ান বিমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছেছে অস্ট্রেলিয়ার গবেষকদের  হাতে। এই তথ্যের মাধ্যমে নিখোঁজ রহস্যের সমাধান সম্ভব বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। বৃহস্পতিবার অস্ট্রেলীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী টনি অ্যাবোট জানান, নিখোঁজ বিমানের উপস্থিতি সম্পর্কে কিছু তথ্য স্যাটালাইটে ধরা পড়েছে। এই ছবির ভিত্তিতে এলাকা চিহ্নিত করতে অরিয়ন বিমান পাঠানো হয়েছে।

অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী জানান, এরইমধ্যে স্যাটেলাইটের মাধ্যমে তাদের চোখে বিমানটির সম্ভাব্য দুটি ধ্বংসাবশেষ ধরা পড়েছে। তাদের নৌযানসমূহ দক্ষিণ ভারত মহাসগরে অনুসন্ধান চালাচ্ছে। যদিও ওই ধ্বংসবশেষ দুটি মালয়েশীয় বিমানটিরই কিনা তা সম্পর্কে এখনো তারা পুরোপুরি নিশ্চিত নন।

 অস্ট্রেলীয়ার এই দাবি সত্য হলে নিখোঁজ হওয়ার টানা ১২ দিন পর নানা রহস্য ছড়িয়ে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলবে। গত ৮ মার্চ মধ্যরাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ যাত্রী ও ক্রুসহ রহস্যময়ভাবে বিমানটি নিখোঁজ হয়। এরপর মোট ২৬টি দেশের নৌ ও বিমানবাহিনী ভারত মহাসাগর থেকে থাই উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকা তন্নতন্ন করে খুঁজেও বিমানটি বা এর কোনো ধ্বংসাবশেষের চিহ্ন পায়নি।
নতুন করে ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনার বিষয়টি এরইমধ্যে মালয়েশীয়া কর্তৃপক্ষকে জানিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে বহু জায়গা থেকে মালয়েশীয় বিমানটি দেখতে পাওয়ার ভূয়া খবর আসতে থাকে। যদিও সেসব খবর এক কথায় নাকচ করে দিয়েছে সংশ্লিস্ট দেশগুলো। সর্বশেষে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে গুজব ওঠে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া