adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩৯ কোম্পানির ৫৯টিতেই ভেজাল ওষুধ!

নিজস্ব প্রতিবেদক : দেশের ১৯৩টি কোম্পানির মধ্যে ৫৯টিতেই উৎপাদন করা হচ্ছে ভেজাল ও নিম্নমানের ওষুধ। দীর্ঘ তিন বছরের পর্যবেক্ষণ শেষে সংসদীয় কমিটির সুপারিশের পরও অনুমোদন বাতিল হয়নি কোনো প্রতিষ্ঠানের। অন্যদিকে, ঔষধ প্রশাসন অধিদফতরের দাবি, মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগার কারণে দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা।ঢাকার কেন্দ্রীয় ঔষধ পরীক্ষাগারের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারি থেকে  সেপ্টেম্বর পর্যন্ত সংস্থাটি পরীক্ষা করেছে প্রায় সাড়ে তিন হাজার ওষুধের নমুনা। এরমধ্যে, ভেজাল ও নিম্নমানের ওষুধ পাওয়া গেছে ১২৫ টি।২০০৯ সাল থেকে সংসদীয় কমিটিসহ বেশ কয়েকটি তদন্ত কমিটি অনুসন্ধান চালিয়ে খুঁজে  পেয়েছেন সরকারি অনুমোদন নিয়েই কমপক্ষে ৫৯ টি প্রতিষ্ঠান জীবন রক্ষায় সহায়তার নামে জীবন ধ্বংসের সঙ্গে জড়িত।  কোনো পদক্ষেপেই বন্ধ করা যায়নি এ অপতৎপরতা।কিছু প্রতিষ্ঠানকে সংশোধনের সময় দিয়ে, গত বছরের শেষ দিকে সংসদীয় কমিটি চূড়ান্তভাবে ২৯টি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের সুপারিশ করে। প্রায় ছয় মাসেও ঔষধ প্রশাসন আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নিতে না পারায় উৎপাদন চালিয়ে যাচ্ছে নিষিদ্ধের প্রস্তাবনায় থাকা এসব প্রতিষ্ঠান।ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল  মো. জাহাঙ্গীর  হোসেন মল্লিক বলেন, কম জনবল নিয়ে এই সব অপরাধ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না, তবে নতুন আইনের আওতায় এই সকল প্রতিষ্ঠানকে শাস্তি বাড়ানোর প্রক্রিয়ায় রয়েছে।অন্যদিকে, মানহীন প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো পদক্ষেপ  নেয়ার সুযোগ নেই বলে দাবি করেন ওষুধ উৎপাদনকারীদের সংগঠনের মহাসচিব আব্দুল মোক্তাদির। তিনি বলেন, আমরা আইন প্রয়োগ করতে পারি না, এই দায়িত্ব সরকারের। সরকার এখন কঠোরভাবে এইসব নিয়ন্ত্রণ করতে চাইছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া