adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পোস্টার ছেঁড়া নিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট : রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত  চেয়াম্যান প্রার্থী অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদারের পোস্টার ছেঁড়াকে  কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার সকালে বাড়ির পাশের বাগানে গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত কিশোরের নাম সাকিল হোসেন (১১)। সে রায়পুর সদর ইউনিয়নের কাজিরচর গ্রামের প্রবাসী সেলিম হোসেনের  ছেলে।বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসন হাওলাদারসহ আওয়ামী লীগ নেতারা নিহতের  শোকাহত পরিবারকে সান্ত্বনা জানিয়েছে।নিহতের মা শেফালী বেগম জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় জনকল্যাণ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাস্টার আলতাফ হোসেন হাওলাদারের কর্মী সমাবেশ হয়। এতে তার বড় ছেলে ও এলাকাবাসী অংশ নেয়। সন্ধ্যায় বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মনিরুল ইসলাম হাওলাদারের নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সাকিলের সঙ্গে পাশের বাড়ির সফিক আহম্মেদের বখাটে ছেলে রাসেলের বাগবিতণ্ডা ও ঝগড়া হয়। শেফালী বেগম আরো জানান, রাতে সাকিল ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায় বাড়ির পাশের বাগানে গাছে সঙ্গে তার হাত পা বাঁধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখতে পায় তার নানী। পরে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।এলাকার কয়েকজন প্রভাবশালী ঘটনাটি আত্মহত্যা বলে অপপ্রচার করছে বলে জানায় এলাকাবাসী।এঘটনায় যোগাযোগ করার চেষ্টা করলে অভিযুক্ত রাসেল ও তার অভিভাবকদের পাওয়া যায়নি। তার স্বজনরা ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছে।১০ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. ইউসুফ ও ওয়ার্ড সদস্য মো. ওসমান বলেন,  ছেলেটি আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পুলিশের ময়না তদন্ত রিপোর্ট এলে জানা যাবে প্রকৃত ঘটনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া