adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা-তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক : দুদকের (দুর্নীতি দমন কমিশন) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির  চেয়ারপার্সন ও ১৯ দল নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এছাড়া চার্জ গঠন করা হয়েছে খালেদা জিয়ার পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ মামলা দু’টির অপর ৮ আসামির বিরুদ্ধেও।বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে মামলা দুটির চার্জ শুনানি শেষে এ অভিযোগ গঠনের নির্দেশ দেন ঢাকা তৃতীয় ও বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন খালেদা জিয়া। সাক্ষী প্রদানের জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেন আদালত।এদিকে চার্জ গঠনের ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া। একই সঙ্গে আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।খালেদা জিয়া বলেন, কার বিরুদ্ধে চার্জ হলো, কিসের চার্জ হলো। আমাকে তো জিজ্ঞাসা করলো না আমি দোষী না নির্দে্ষা। আমাকে চার্জ পড়েও শোনানো হলো না।দুদকের দায়ের করা মামলা দুটিতে হাজিরা দেয়ার জন্য বুধবার দুপুর পৌনে একটার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন খালেদা।এজলাশ কক্ষে তিনি উপস্থিত হন দুপুর ১টায়। ১টা ৫ মিনিটে বিচারক আসন গ্রহণ করার পর শুরু হয় শুনানি।১টা ৪০ এ শুনানির সময় হট্টগোল শুরু হলে বিচারক এজলাশ ত্যাগ করেন। এরপর ৩টা ১৭ মিনিটে আবারও শুরু হয় শুনানি। এ সময় আবারও হট্টগোল শুরু হলে ৩টা ২৩ মিনিটে ফের এজলাশ থেকে নেমে যান বিচারক। পরে আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।খালেদা জিয়ার আইনজীবী আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, এ আদালতের প্রতি আমাদের  কোনো আস্থা নেই। আমরা ন্যায় বিচার পাবো না। সুতরাং আমরা এ  কোর্টে কোনো মামলা করবো না।এজলাশ থেকে বিচারক নেমে যাওয়ার পর বিকেল তিনটা ৪০ মিনিটে পেশকার আরিফুর রহমান আইনজীবীদের জানান খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া মামলার সাক্ষীর জন্য আগামী ২১ ফেব্রুয়ারি দিন ধার্য্য করার বিষয়টিও জানান তিনি।এর আগে দুপুর বারোটায়  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চার্জ শুনানির জন্য সময় বাড়ানোর আবেদন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীরা।খালেদার আইনজীবীদের পক্ষে আবেদন করেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।খালেদা জিয়ার পক্ষে সময়  চেয়ে করা ওই আবেদনে বলা হয়েছিলো, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি নিয়ে আপিল বিভাগে লিভ টু আপিল এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্ট বিভাগে এ মামলাটি বাতিলের জন্য আবেদন করা হয়। বর্তমানে তা শুনানির অপেক্ষায়। তাই হাইকোর্টের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন তৃতীয় জজ আদালত মামলার চার্জ শুনানি স্থগিত রাখে।বিভিন্ন কারণে এর আগেও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৪১ বার ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১১ বার চার্জ শুনানির জন্য সময় বাড়ানোর আবেদন করেছিলেন খালেদা জিয়া।খালেদা জিয়ার আদালতে হাজিরা উপলক্ষে আদালত এলাকায় গ্রহণ করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ সময় বিএনপির শীর্ষ নেতারা সহ বিএনপি সমর্থক আইনজীবী ও হাজার হাজার নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। হাজিরা শেষে বিকেল ৩টা ৫৫ মিনিটে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশী ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।মামলার অপর আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।তারেক রহমান সরকারের নির্বাহী আদেশে দেশের বাইরে আছেন। মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। তবে শরফুদ্দিন আহমেদ আদালতে হাজির না থাকায় বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।অপর দুই আসামি ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু হতেই পলাতক।মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ খালেদা জিয়া, তারেক রহমানসহ অপর চারজনকে অভিযুক্ত করে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া