adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এনজিওর প্রতি খড়গহস্ত হচ্ছে আ.লীগ : নাসিম

নিজস্ব প্রতিবেদক :বেসরকারি সংস্থার (এনজিও) প্রতি খড়গ হস্ত হচ্ছে আওয়ামী লীগ। সংসদে বিরোধী দল নেই উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিকের(সুজন) দেয়া প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে এনজিওর আয়ের উৎস খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে দলটি।খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম সুজনের প্রতিবেদনে চরম ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামকে বলেছেন, আগামী মন্ত্রিপরিষদ বৈঠকে এনজিওর আয়ের উৎস খতিয়ে দেখার জন্য প্রস্তাব তুলবেন। আমি আপনাকে সমর্থন করব।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম একথা বলেন।তিনি বলেন, সংসদে বিরোধী দল সরকারকে গালি-গালাজ করলেও সুশীল সমাজের সমস্যা হয়। আবার গালি-গালাজ না করলেও তাদের সমস্যা হয়।নাসিম আরো বলেন, বর্তমান সংসদে বিরোধীদল গঠনমূলক বিরোধী দল। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করে। সংসদের বয়স মাত্র তো তিন মাস গেল। এখনও অনেক সময় বাকি আছে। তখন দেখবেন বিরোধীদল সরকারের কি রকম সমালোচনা করে।বিএনপির আন্দোলন প্রসঙ্গে নাসিম বলেন, বিএনপি হল সুখী মানুষের দল। তারা রাজপথে কষ্ট সহ্য করে আন্দোলন করবে না। তারা কখনও আন্দোলন করেনি। আওয়ামী লীগ আন্দোলন করেছিল। বিএনপি তাদের সহযোগিতা করেছিল। তাই তারা এখন নিজেদের সময় আন্দোলন করতে পারছে না।আওয়ামী লীগ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে উল্লেখ করে নাসিম বলেন, আমরা অতীতে বিএনপিকে আহ্বান জানিয়ে বিভিন্ন সময় ভুল করেছিলাম। আগামীতে আর কখনও ভুল করব না। পাঁচ বছর পর সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।তার জন্য বিএনপিকে দল গুছিয়ে অপেক্ষা করার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।উল্লেখ্য, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)ও একই কথা বলেছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম সুজনের নাম সরাসরি বলেছেন।সভায় জিল্লুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি এমএ করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কায়সার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান  চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া