adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফকিরহাটে আ’লীগ নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার  হোসেন জানান, সরদার নিয়ামত হোসেন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনের দিন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার দলের দুজন কর্মীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ নিয়ে নিয়ামত  হোসেন সঙ্গে বিজিবি সদস্যদের বাক-বিতণ্ডা হয়।একপর্যায়ে তাকে আটক করে নিয়ে যায় বিজিবি। এসময় ব্যালট বাক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই  কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।পরে ১০ মার্চ স্থগিত ওই কেন্দ্রে পুনঃরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে নিয়ামত হোসেন পরাজিত হন। এরপর ১২ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে হেলিকপ্টারে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া