adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাসপোর্টের বিনামূল্যের ফরম ১০ টাকায়

নিজস্ব প্রতিবেদক : বিনামূল্যের পাসপোর্টের ফরম সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়ার কথা। অথচ এই ফরম বিক্রি হয় দশ টাকায়। আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম বিক্রির সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা পাসপোর্ট অফিসের বাইরে সবার চোখের সামনে ফরম বিক্রি করে।রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সরেজমিন অনুসন্ধানে এচিত্র দেখা  গেছে।পাসপোর্ট অফিস ভবনের সামনের রাস্তার ও ২ নং গেট অভিমুখে লাইন করে দালালরা এসব ফর্ম বিক্রি করে। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নারীপুরুষ মিলে প্রায় অর্ধশত দালাল এই ফর্ম বিক্রির সঙ্গে জড়িত।মূলত গ্রাম ও মফস্বল থেকে আসা মানুষের সরলতার সুযোগ নিয়ে এরা এই অপকর্মটি করে যাচ্ছে। অনেক সময় দালালরা আবেদনকারীদের বলে যে,  ভেতরে পাসপোর্টের ফর্মের সংকট অথবা দাম বেশি। এদের কথায় বিভ্রান্ত হয়ে বেশিরভাগ মানুষই বিনামূল্যের ফরম ১০ টাকা দিয়ে ক্রয় করে আবেদন করেন। অথচ পাসপোর্ট অফিসের ২ নং গেট দিয়ে ভেতরে ঢুকলেই দেখা যাবে নিচতলায় সেনাবাহিনীর দুজন সদস্য বিনামূল্যে আবেদন ফর্ম বিতরণ করছেন।আবেদনকারী বেশে এক দালালের সামনে গিয়ে দাঁড়াই। দালাল আগ্রহভরে এগিয়ে এসে বলে, ভাই ফর্ম লাগবে? নিয়া যান। ভেতরে ফর্ম নাই। মাত্র দশ টাকা।পরিদর্শনের সময় দেখা যায়, তানজিম আহমেদ নামে জনৈক ব্যক্তি দালালের কাছ থেকে ফর্ম  কেনেন। অথচ তারই পাশে তখন দাঁড়িয়ে ছিলো এক নিরাপত্তাকর্মী।সাখাওয়াত হোসেন নামে এক ব্যাংকার জানান, পাসপোর্ট করতে আমরা যারা নতুন এসেছি তাদের জন্য বাইরে বড় করে সাইনবোর্ড দেয়ার দরকার ছিল যে ভেতরে বিনামূল্যে পাসপোর্ট পাওয়া যায়।এভাবেই প্রতিদিন শত শত মানুষকে টাকার বিনিময়ে ফর্ম কিনতে বাধ্য করছে দালালরা। আর সবই হচ্ছে পাসপোর্ট অফিসের বাইরে অবস্থানরত পুলিশ ও আনসার সদস্যদের চোখের সামনে।তবে অনুসন্ধানে  দেখা যায়, শুধু গ্রাম নয়, শহর এমনকি রাজধানীর অনেক শিক্ষিত বাসিন্দাও দালালদের কথায় না জেনে না বুঝে ফর্ম ক্রয় করছেন।আবেদনকারীরা কি এ-বিষয়ে জানেন না? নাকি পাসপোর্ট অফিসের সংশ্লিষ্টরা এখনো সবাইকে এবিষয়ে অবগত করতে পারেন নি?– এমন প্রশ্ন রাখা হয় বাংলাদেশ ইমিগ্রেশন (বহিরাগমন) ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক সিরাজ উদ্দিনের কাছে। জবাবে তিনি বলেন, পাসপোর্ট অফিসের ভেতরে সাইনবোর্ড দেয়া আছে, বিভিন্ন সময়ে বিজ্ঞাপন দেয়াসহ ফর্মের গায়ে স্পষ্টভাবে বিনামূল্যে সংগ্রহ করার  লেখা আছে। গ্রামের নয়, বরং শহুরে শিক্ষিত লোকেরাই বিনামূল্যে ফর্ম সংগ্রহকে সমস্যা মনে করে। অফিসের ভেতরে বিনামূল্যে সংগ্রহ কেন্দ্রের ভিড় এড়াতেই বাইরে থেকে টাকা দিয়ে ফর্ম সংগ্রহ করেন তারা।তবে  মোহাম্মাদ হায়দার আলী নামে এক পাসপোর্ট আবেদনকারী বলেন, পাসপোর্ট অফিসের এমন একটি স্থানে বিনামূল্যে ফর্ম বিতরণ করা হয়  সেখানে যাওয়ার আগেই দালালরা  ছেকে ধরে সবাইকে। অগত্যা তাদের কাছ থেকেই মানুষ অনেকটা বাধ্য হয়ে ফর্ম সংগ্রহ করেন। এমনকি পাসপোর্ট করার জন্য এদেরই শরণাপন্ন হয়ে পড়েন সাধারণ মানুষ। পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের উচিৎ পাসপোর্ট অফিসের বাইরে তথ্যকেন্দ্র স্থাপন এবং বিনামূল্যে ফর্ম বিতরণ করা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া