adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সারাদেশে আগামীকাল বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিন শীর্ষ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।রোববার দুপুর ১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।রিজভী অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়েছে। এর প্রতিবাদে সোমবার ঢাকায় থানায় থানায় এবং সারা দেশে জেলা-উপজেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আত্মসমপর্ণ করে রমনা থানায় দায়েরকৃত তিনটি ও শাহবাগ থানার একটি মামলায় তারা জামিন আবেদন করলে শুনানি শেষে তাদের কারগারে পাঠানোর আদেশ  দেন বিচারক।এর আগে গত ৯ মার্চ এসব মামলায় ফখরুল-আব্বাস-সালামসহ বিএনপির যুগ্ম-মহাসিচব আমানুল্লাহ আমান ও ছাত্রদলের  কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসিরের হাইকোর্টের  দেয়া আগাম জামিন বাতিল করে দেন আপিল বিভাগ।এরই পরিপ্রেক্ষিতে  রোববার আদালতে আত্মসমর্পণ করেন- ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালাম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া