adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মতিঝিলে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ

ছবি:সংগৃহীতনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মতিঝিল টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়ের সামনে বিআরটিসির দুটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করেছেন বিএনপি কর্মীরা। এ সময় তারা বাসে আগুন দেওয়ারও চেষ্টা করেন। রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রোববার সকালে রমনা থানার পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে জামিনের আবেদন করেন।আদালত জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ  দেওয়া দেন। ঘটনাস্থলে থাকা মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান  বলেন, আদালত বিএনপি নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির প্রায় ২০ জনের একটি দল প্রথমে বাসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তারা আগুন দেওয়ার  চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে তারা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।তিনি আরো বলেন, আমরা এ এলাকায় সতর্ক অবস্থানে আছি। টহল জোরদার করতে অতিরিক্তি পুলিশ সদস্য আনা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া