adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের পর দেশে শান্তি এসেছে : হানিফ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের পর দেশে এখন শান্তি বিরাজ করছে। তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া জামায়াতকে নিয়ে আবারও অশান্তি  সৃষ্টির চেষ্টা করছেন। রোববার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।হানিফ বলেন, খালেদা জিয়া আন্দোলনের হুমকি দিচ্ছেন। কিন্তু গত এক বছরে তিনি আন্দোলনের নামে মানুষ হত্যা, বাসে আগুন, নৈরাজ্য ছাড়া আর কিছুই করতে পারেননি। দেশের মানুষ শান্তিতে থাকুক তিনি তা চান না।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলন জমাতে না  পেরে এবং নির্বাচনে না যাওয়ার ব্যর্থতার দায় জনগণের ওপর চাপাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।বিএনপি নেত্রীকে আহ্বান জানিয়ে হানিফ বলেন, দয়া করে জনগনের ওপর দায় চাপাবেন না। তাহলে আপনাকে নিয়ে জনগণ একাদশ নির্বাচনে ভাবতে পারে।তিনি বলেন, গত এক বছরে বিএনপি-জামায়াত দেশে এমন কোনো নৈরাজ্য নেই যা করেনি। তাদের এই নৈরাজ্যের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধাপরাধীদের বাঁচানো ও তাদের দলের দুর্নীতিবাজ নেতাদের মুক্তি।সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অভিনেতা ড. এনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরণ সরকার রানা প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া