adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিচ্যুত হওয়ার পথে দুই আনসার

নিজস্ব প্রতিবেদক : বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজেদা সুইটি ও তার স্বামী এশিয়ান টিভির সাংবাদিক  তৌহিদ শান্তকে গুলি করে হত্যার হুমকি ও হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনায় জড়িত দুই আনসার সদস্যকে তিনদিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই তাদের শোকজ করা হয়েছে।শনিবার বাংলাদেশ আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের পরিচালক (প্রশাসন) মাহবুবুল আলম ও জেলা কমান্ড্যান্ট খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে  মোহাম্মদপুর থানা পুলিশ আনসারদের বিরুদ্ধে এখনো  কোন ব্যবস্থা  নেয়নি। ঘটনার পর দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ ব্যবস্থা নিতে গড়িমসি করছে। সূত্র জানায়, থানা পুলিশ আনসারদের কাছ থেকে অর্থ আদায়ের  চেষ্টা করছে। তাই আনসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কালক্ষেপণ করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) এসআই  মোজাম্মেল হোসেন জানান, আমাদের (পুলিশ) ঊর্ধ্বতন কর্মকর্তারা আনসার-এর সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলেছেন। গ্রেফতারের বিষয়টি সিনিয়র কর্মকর্তারা দেখছেন। তাদের নির্দেশনা পেলেই দোষী আনসার সদস্যদের  গ্রেফতার করা হবে।বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর শ্যামলীর আশা টাওয়ারের পাশে পিকেএসএফ এর একটি স্থাপনার আনসার ক্যাম্পের ৬/৭ জন আনসার সাংবাদিক দম্পতিকে সম্পূর্ণ অকারণে  বেদম মারধর করেন। এ সময় রাইফেলে গুলি লোড করে সাজেদা সুইটির দিকে তাক করে তাকে হত্যার হুমকি  দেন শুক্কুর ও রমজান নামে দুই আনসার সদস্য। জনতা তাদের বাঁচাতে এগিয়ে এলে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়েন শুক্কুর।সাজেদা সুইটি ও তৌহিদ শান্তকে রাইফেলের বাট দিয়ে বেদম আঘাত করেন দুই আনসার সদস্য। সুইটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং শান্তকে বুট পায়ে লাথি দিতে থাকেন। পরে আনসারের গুলি করার হুমকি উপেক্ষা করে স্থানীয় জনতা ছুটে এসে সাংবাদিক দম্পতিকে উদ্ধার করেন।জনতা এগিয়ে না এলে দুজনকেই হত্যা করতে পারতো আনসারের মারমুখী সদস্যরা, মন্তব্য প্রত্যক্ষদর্শীদের।সাজেদা সুইটি জানান, রাতে কাজ  শেষে  মোটরসাইকেলে করে বাসার ফিরছিলেন তারা। পথে নিজস্ব বিটের একটি গুরুত্বপূর্ণ খবর জেনে তা টেলিফোনে অফিসকে জানাচ্ছিলেন তিনি। রাস্তায় গাড়ির শব্দে নিউজ দিতে সমস্যা হওয়ায়  মোটরবাইক  থেকে  নেমে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ)  গেটের দিকে কথা বলতে বলতে এগিয়ে যান  তিনি। এ সময় তাকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গিভঙ্গি ও নানা অকথ্য খিস্তি  খেউড় করতে থাকে অভিযুক্ত আনসার সদস্যরা। সুইটি প্রতিবাদ করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে  ফেলে তাকে মারধোর করতে থাকে আনসাররা। শান্ত ছুটে গিয়ে স্ত্রীকে রক্ষা করতে চাইলে তার ওপরও চড়াও হয় আনসার সদস্যরা। এ সময় সাংবাদিক পরিচয় দিলে, হত্যার হুমকি দিয়ে রাইফেল উঁচিয়ে তাদের দুজনকেই রাস্তা থেকে ক্যাম্পের মধ্যে নিয়ে যায় আনসাররা। এরপর চলে তাদের ওপর অকথ্য নির্যাতন।এক পর্যায়ে তাদের সামনেই রাইফেলে চার রাউন্ড গুলি লোড করে নেন শুক্কুর। এ সময় সুইটির দিকে রাইফেল তাক করে তাকে হত্যায় উদ্যত হন ওই দুই আনসার সদস্য।পরে আশপাশের জনতা বিষয়টি টের পেয়ে আনসারের গুলির হুমকি উপেক্ষা করে সাংবাদিক দম্পতিকে উদ্ধার করেন।আনসারের জেলা কমান্ড্যান্ট খলিলুর রহমান জানান, ঘটনার পর শনিবার বিকেলের দিকে পিকেএসএফ ট্রেনিং  সেন্টার দায়িত্বরত সকল আনসার সদস্য এবং বৃহস্পতিবার কর্তব্যরত সকল আনসার সদ্যকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের শোকজ করা হয়েছে। ওই দুইজনকে চাকরিচ্যুত করা হবে বলে জানান তিনি। পরিচালক মাহবুবুল আলম জানান, ইতোমধ্যেই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিকসহ বিভাগীয় ব্যবস্থা  নেওয়া হবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিকেএসএফ-এর স্থাপনার প্রহরায় নিয়োজিত আনসার ক্যাম্পটি ওই এলাকার অপরাধ কর্মকাণ্ডের উৎস অন্যতম উৎস।ক্যাম্পে সন্ত্রাসীদের আনাগোনা ছিলো নিয়মিত ঘটনা। রাত হলেই সেখানে বসতো মাদক ও অসামাজিক অনৈতিক কাজের জমজমাট আসর। আনসার ক্যাম্প হওয়ায় সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারতো না। তাই অবাধেই ওই ক্যাম্পের আনসার সদস্যরা এসব অপকর্ম চালিয়ে যেত। প্রায় রাতেই আনসার সদস্যরা সেখানে ভাসমান পতিতাদের নিয়ে আসতেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দাদের অনেকেই এই অভিযোগ করেছেন।অভিযুক্ত আনসার সদস্যদের গ্রেফতারের ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুল হক জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সুস্পষ্ট তথ্য প্রমাণাদি থাকার পরও কেন এখনও তাদের গ্রেফতার করা হচ্ছে না এ ব্যাপারে প্রশ্নের সৃষ্টি হয়েছে সাংবাদিকসহ সচেতন মহলে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া