adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুল, আব্বাস, সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রমনা থানার পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যাসহ ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে হত্যা মামলার আসামি মির্জা ফখরুল। সালাম রমনা থানার অন্য একটি মামলার আসামি। মির্জা আব্বাস ৩টি মামলারই আসামি।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে রোববার জামিনের আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ  দেওয়া হয়।গত ৩ জানুয়ারি রমনা থানার পরিবাগের মোড়ে যাত্রীবাহী বাসে মানুষ হত্যার ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। এটিসহ একই থানায় আরও দুই মামলায় আসামি হন মির্জা আব্বাস। আব্দুস সালাম তিনটির মধ্যে একটি মামলার আসামি। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন চান বিএনপির ৩ নেতা।এর আগে হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করে ৮ সপ্তাহের জামিন  নেন ফখরুল। কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ জামিন বাতিল করে দিলে তিনি সিএমএম আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন।

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া