adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে আ’লীগ নেতার ধাক্কাধাক্কি প্রিসাইডিং অফিসারের সঙ্গে

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নির্বাচনী এলাকার সিরাজ উদ্দিন আহমদ একাডেমি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলমের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শ্রীরামপুর এলাকায় সিরাউদ্দিন আহমদ একাডেমি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভোটকেন্দ্রে ঢুকে পড়েন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনা মিয়া। এ সময় তিনি ব্যালট বক্সের কাছে চলে যান বলে অভিযোগ করেন বিরোধী এজেন্টরা। এ সময় তাকে  কেন্দ্র থেকে বের করে দিতে প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম এগিয়ে  আসলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বাক-বিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে ধাক্কাধক্কি শুরু হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় আনা মিয়াকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তবে এ ঘটনায় আনা মিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।এছাড়া উপজেলার অন্য ভোটকেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে  ভোটগ্রহণ শুরু হয়েছে। 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া