adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহাথির মোহাম্মদ এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পৌঁছেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদ (মাহাথির মোহাম্মদ)। শনিবার সকাল সোয়া দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে  পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের  মহাপরিচালক শামীম আহসান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, একটি বিশেষ বিমানে সকাল সোয়া দশটার দিকে মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার অনুবিভাগের মহাপরিচালক আবু জাফরসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) উপাচার্য ড. মুহাম্মদ সামাদও এ সময় উপস্থিত ছিলেন।ইউআইটিএস’র দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতেই মাহাথির মোহাম্মদের এবারের দুদিনের ঢাকা সফর। শনিবার বিকেলে সমাবর্তন বক্তা হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সিটির চ্যান্সেলর ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন। রোববার সকালে কুয়ালালামপুরের পথে রওনা হওয়ার কথা রয়েছে এ প্রধানমন্ত্রীর।ইউনিভার্সিটি সূত্র জানায়, শনিবার বিকেলে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউআইটিএসের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে ৬০৮১ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। অনুষ্ঠানে মাহাথির মোহাম্মদ কৃতী শিক্ষার্থদের হাতে সনদ তুলে দেবেন। ওই সমাবর্তনের মাধ্যমে সর্বোচ্চ সিজিপিএ আর্জনকারী ১৫ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর, ট্রাস্টি বোর্ড  চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং থেকে ৮ জন, স্কুল অব বিজনেস স্টাডিজ থেকে ৩ জন এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস থেকে ৪ জনকে স্বর্ণপদক দেওয়া হবে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া