adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর কাছে পরাজিত সৈয়দ আশরাফের ভাই

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বড় ব্যবধানে হেরে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আপন চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম। বিএনপি-সমর্থিত প্রার্থী শরীফুল ইসলাম শরীফের কাছে তিনি হেরে গেছেন।
শনিবার অনুষ্ঠিত তৃতীয় দফার নির্বাচনে শরীফুল ইসলাম শরীফ আনারস প্রতীকে ৬১ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৭ হাজার ৯৭৮ ভোট।
এছাড়া এই উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও জয়লাভ করেছেন বিএনপি-জামায়াত জোট প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান পদে এই জোটের নাজমুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার লুনা জয়লাভ করেছেন।
প্রার্থী নির্বাচনে দলীয় কোন্দল এই আসনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবির কারণ হিসেবে ধরা হচ্ছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তিনজন। অন্যদিকে এই উপজেলায় বিএনপি জামায়াত জোট একক প্রার্থী দিতে সক্ষম হয়। এবং তাদের জোটের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে জান দিয়ে লড়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া