adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

ডেস্ক রিপোর্ট : পুলিশ হত্যা করে, বোমা ফাটিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি ধর্মীয় সংগঠন জামায়াতুল মুজুহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন জঙ্গী ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর হাতিরঝিল ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব জঙ্গীদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- রাহাত,আজমেরি, জিতু, আল-আমিন, রাজু। পুলিশ বলছে, ত্রিশালে দণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাইয়ে প্রয়োজনীয় অর্থের যোগান দেন রাহাত ও আজমেরি।এ নিয়ে ত্রিশালের ঘটনায় আটকের সংখ্যা দাঁড়ালো ১১তে।মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনোয়ার হোসেন জানান, ত্রিশালের ঘটনায় জড়িত আরো পাঁচ জঙ্গীকে আটক করা হয়েছে।তবে আটককৃতদের সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানায়নি পুলিশ।  বেলা ১১টায় একটি সংবাদ সম্মেলেনের মাধ্যমে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজনভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে ছিনতাই করে নিয়ে যায় জঙ্গীরা।ওইদিন বিকেলেই টাঙ্গাইলের সখীপুর থেকে ছিনিয়ে নেয়া আসামিদের একজনকে আটক করে পুলিশ। পরদিন বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।তবে বাকি দুই আসামির কোনো হদিস এখনো মেলেনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া