adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছু বিচ্ছিন্ন ঘটনা, বাকিটা শান্তিপূর্ণ : শাহনেওয়াজ

 

মাহফুজউল্লাহ খাঁন(সুমন) : দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় দফার উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।তিনি বলেন, সকাল ৮টা থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তবে যেসব জায়গায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে আমরা নির্বাচন বন্ধ করে দিয়েছি।  সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের সকল বাহিনী ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।বিভিন্ন প্রার্থীর অভিযোগের বিষয়ে  শাহনেওয়াজের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি। মিডিয়ায় প্রকাশিত খবরগুলোও আমরা দেখছি। এসব বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।   এসময় তিনি আরো বলেন, নির্বাচন কাজে নিয়োজিতদের আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি কোনো ধরনের অনিয়ম যেন বরদাস্ত করা না হয়।এ নির্বাচনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হচ্ছে  সেসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, এটা আসলে নির্দলীয় নির্বাচন। এখানে দলীয় বিবেচনায় অভিযোগ আমলে নেয়া ঠিক হবে না।তিনি আরও বলেন, চার হাজার ৪৪৪টি কেন্দ্রের মধ্যে মাত্র নয়টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।যেসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সে কেন্দ্রগুলো হলো- চাঁদপুরের কচুয়ার দেরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার সংখ্যা-১ হাজার ২১১), মাঝিগাছা এমএম উচ্চবিদ্যালয় (ভোটার সংখ্যা- ৩ হাজার ৫৫৩), তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার সংখ্যা-২ হাজার ৪৭২), পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার সংখ্যা- ১ হাজার ৮৭), কুমিল্লার নাঙ্গলকোট সিজিয়া উচ্চ বিদ্যালয় (ভোটার সংখ্যা- ৩ হাজার ২০৮), পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী দাগনভূইঞা অলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার সংখ্যা- ৩ হাজার ৫২২), দারাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম রাজারড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮৯৩)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া