adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লজ্জাজনক হার আওয়ামীপন্থিদের

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ সেশনের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের কাছে লজ্জাজনকভাবে হেরেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা। এ নির্বাচনে সর্বমোট ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩ টি পদে বিএনপি-জামায়াতপন্থিরা নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। শুক্রবার ভোরে নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো.নূর হোসেন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।  ভোট গণনা শেষে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট নিমেষ চন্দ্র দাস। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সকাল দশটা  থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৪ হাজার ৫৪ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১৩৭ জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বার নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১ হাজার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থী ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট। একই সঙ্গে সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আইনজীবী সমন্বয় পরিষদের সম্পাদক পদে রবিউল আলম বদু ১ হাজার ৪২৯  ভোট পেয়েছেন। এছাড়াও অন্যান্য পদগুলোতে সরকার সমর্থকদের মধ্য থেকে একমাত্র বিজয়ী সদস্য হচ্ছেন- মো.আবুল কালাম আজাদ। আর বিএনপি-জামায়াত সমর্থক বিজয়ীরা হচ্ছেন- দুটি সহ সভাপতি পদে মো.খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদি, সহ-সম্পাদক পদে একেএম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার, কোষাধ্য পদে মাসুদ আহমেদ সাইদ, ৬টি সদস্য পদে আফসানা রশিদ শুভ্রা, মোহাম্মদ আইয়ুব আলী আশরাফি, সালমা বেগম, শামীমা আক্তার বানু, মো. আসাদুজ্জামান আনসারী ও মো.মোস্তফা কামাল। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ সেশনের নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করেছিলেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া