adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মন্ত্রীদের মনোনয়ন দেওয়া হয় সীমান্তের ওপারে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অনেক মন্ত্রীকে সীমান্তের ওপার থেকে মনোনয়ন দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।শুক্রবার বিকেল ৪টায় অপরাজেয় বাংলাদেশ নামে সংগঠনের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা ও জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মেজর হাফিজ বলেন, বাংলাদেশের প্রাপ্য অধিকার আদায়ের জন্য মন্ত্রীরা ভারতের সাথে কথা বলেন মিউ মিউ করে। কারণ এদেশের অনেক মন্ত্রীর মনোনোয়ন দেওয়া হয় সীমান্তের ওপার থেকে। তিনি আরও বলেন, লুই আই ক্যানের পার্লামেন্ট আছে গণতন্ত্র নেই। মুক্তিযুদ্ধের চেতনার মূল উপাদান ছিলো গণতন্ত্র। সেই গণতন্ত্র আজ হারিয়ে যেতে বসেছে। আজকের বাংলাদেশে গণতন্ত্র  নেই, মানবাধিকার নেই, স্নেহ-মমতা  নেই। মনে হয় যেন পাকিস্তানি আমল ফিরে এসেছে। মেজর হাফিজ বলেন, নির্বাচনের পর ভেবেছিলাম লজ্জাবোধ করবে এই সরকার। কিন্তু তা করে নাই। রাজনৈতিক অঙ্গনে তারা মঞ্চে বক্তব্য দিয়েই খালাশ। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার দেশ। গতকাল ক্রিকেটের উদ্ধোধনী অনুষ্ঠান দেখে মনে হয়েছে ভারতবর্ষের কোথাও এই অনুষ্ঠানটি হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র কোন ধাচে চলবে তাও নির্দেশ দেয় ভারতের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ইসমাইল হোসেন বেঙ্গল বলেন, আজ আমাদের ঘেরাও করে ফেলেছে ভারত। নানা জায়গায় ভারতীয় চর ঢুকে পড়েছে। আমাদের মধ্যেও চর ঢুকতে পারে। এ কারণে আন্দোলনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না। অপরাজেয় বাংলাদেশ-এর সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান,  জাগপার সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্যরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া