adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মনোনয়ন নিয়ে মহিলা পার্টিতে তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরতি নারী আসনের মনোনয়ন নিয়ে জাতীয় পার্টির মহিলা সদস্যদের মধ্যে রয়েছে তীব্র ক্ষোভ। দলের অনেক মহিলা সদস্য এই মনোনয়ন দেওয়াটা যথাযথ বা সঠিক যোগ্য ব্যক্তিদের  দেওয়া হয়নি বলে মনে করেন। সংরতি মহিলা এমপিদের মনোনয়ন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, কোন  যোগ্যতার ভিত্তিতে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে সেটা আমি জানি না। যদি সঠিকভাবে যোগ্যতাকে মূল্যায়ন করা হতো তাহলে সবার আগে আমার মনোনয়ন পাবার কথা । তিনি বলেন, আমরা যারা দলের জন্য সবসময় কাজ করে আসছি, জানি না কেন আমাদেরকে দল মূল্যায়ন করলো না। অথচ যারা দলের জন্য কি ভূমিকা রেখেছে আমরা কিছুই জানি না, সেই নেত্রীদের মনোনয়ন দেওয়া হলো। সত্যিকার অর্থে যদি যোগ্যতাকে মূল্যায়ন করা হতো তাহলে মহিলা পার্টির সহ-সভাপতি শারমিন পারভিন লিজা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সেলিমা খান,  সভাপতি মনোয়ার তাহের মানু, মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ঋতু নূরের মনোনয়ন পাওয়ার কথা বলেও তিনি মন্তব্য করেন।মনোনয়ন  দেওয়া নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন,  জানি না দল কবে আমাদের মূল্যায়ন করবে। শুধু রংপুর বাড়ি হলেই সে প্রাধান্য পাবে আর কেউ পাবে না তা কি করে হয়। আমরাও তো দলকে ভালোবাসি দলের জন্য কাজ করি। রংপুরবাসীই কি জাতীয় পার্টি করে আর কেউ কি করে না? তিনি বলেন, আসলে দলের জন্য যারা নিবেদিত তারা কখনো লবিংয়ে বিশ্বাস করে না। আমরাও  কোনো ধরনে লবিং করিনি ।কারণ আমরা দলের জন্য কাজ করছি আবার লবিং করবো কেন। কিন্তু শেষমেষ ফলাফলটা শূণ্যই হয়ে রইলো আমাদের জন্য। মহিলা পার্টির সহ-সভাপতি শারমিন পারভীন লিজা বলেন, যারা মনোনয়ন  পেলেন তারা দু:সময়ে দলের জন্য কি করেছেন তা আমরা জানি না। তাদের  কোনো ভূমিকা ছিলো কি না আমরা মহিলা পার্টির সদস্যরা বলতে পারবো না। কিন্তু তারাই আজকে মনোনয়ন নিয়ে এমপি হতে যাচ্ছেন। আর আমরা যারা দলের জন্য জীবন শেষ করে দিলাম তারা আজকে অবহেলিতই রয়ে গেলাম।  তিনি সঙ্গে বলেন,  আমাদের পার্টির সভানেত্রী লিলি চৌধুরী ৫বার এমপি হলেন কিন্তু তিনি এমপি হয়ে দলের জন্য দলের কর্মীদের জন্য কোনো ভূমিকাই রাখতে পারেন নি। কান অদৃশ্য শক্তির বলে তিনি বারবার এমপি হচ্ছেন আমি বলতে পারবো না। তবে আমরা যারা দলের জন্য কাজ করলাম, দলের দু:সময়ে সবসময় পাশে থাকলাম তাদের অনেকেই আজ হতাশ। দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরতি নারীদের ৫০টি আসনের মধ্যে সংখ্যানুপাতে জাতীয় পাটি ৬টি আসন পায়। পার্টির  থেকে যে  ৬ জন মনোনয়ন পেয়েছেন। নির্বাচন কমিশনে তারা মনোনয়ন পত্র জমা দিলে  বিল খেলাপির অভিযোগে জাতীয় মহিলা পার্টির সহ-সভাপতি খুরশীদা হকের মনোনয়ন পত্র বাতিল করে দেয় রিটার্নি কর্মকর্তা। আর বাকী পাচঁজনের মনোনয়ন পত্র গ্রহণ করে নির্বাচন কমিশন। এই পাচঁজন হলেন জাতীয় মহিলা পার্টির সভাপতি নূর-ই-হাসনা লিলি চৌধুরী, এরশাদের বোন মেরিনা রহমান, মহিলা পার্টির সহ-সভাপতি মেহজাবিন মোরশেদ, রংপুর  জেলা মহিলা পার্টির সভাপতি শাহানারা বেগম, কক্সবাজার মহিলা পার্টির সভাপতি ও মহিলা পার্টির সহ-সভাপতি খুরশীদা হক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া