adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদকে মোশাররফের প্রাথমিক জিজ্ঞাসাবাদ

 

 নিজস্ব প্রতিবেদক : গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল পৌনে দশটায় রমনা মডেল থানা থেকে  সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর বেলা ৯টা ৫০ মিনিটে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ করেন রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটির উপ-পরিচালক আহসান আলী। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে দুদকের এ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) নেওয়া হবে। আদালতের কাছে আমরা তার রিমান্ড চেয়ে আবেদন করবো। বুধবার রাত ১০টায় দুদকের এ তদন্ত কর্মকর্তার  নেতৃত্বে একটি দল খন্দকার মোশাররফকে গুলশান তার নিজ বাসা থেকে আটক করে। এ অভিযানে গুলশান থানা পুলিশ দুদককে সহযোগিতা করে। আটকের পর তাকে গুলশান থানায় সোপর্দ করে দুদক। এরপর রাত ১২টা ২৩ মিনিটে গুলশান থেকে রমনা মডেল থানায় নিয়ে আসা হয়। এসময় খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার ওষুধপত্র ও খাবারসহ একটি লাগেজ দিয়ে যান তাকে। যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা অর্থপাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় মামলা দায়ের করে দুদক। দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর এ ঘটনার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ারকে। এজাহারে উল্লেখ রয়েছে, খন্দকার মোশাররফ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যের ব্যাংকে তার নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা। এ টাকা তিনি বিভিন্ন সময় ১০৮৪৯২ নম্বরে ফিক্সট টার্ম ডিপোজিট হিসেবে জমা করেন। এজাহারে আরও উল্লেখ রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকা অবস্থায় মতার অপব্যবহার করে প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েছেন। দুদকের অনুসন্ধানে মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘিত হওয়ায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০০২ এর ১৩ ধারা এবং ২০০৯ ও ২০১২ এর চার ধারায় মানিলন্ডারিংয়ের মামলা দায়ের করা হয় বিএনপির  হেভিওয়েট এ নেতার বিরুদ্ধে।এদিকে, ড. খন্দকার মোশাররফকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া