adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে প্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়াম

Decorative lights for the World T20 in a Dhaka street on Sunday. The event begins in Bangladesh on March 16.

   নিজস্ব  প্রতিবেদক : ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের উদ্বোধনী পর্দা উঠছে আজ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির এই আসরকে আরো জমকালো করে রাখতে কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু জাতীয়  স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশের মাধ্যমে স্বাগত জানানো হবে এবারের টি- টোয়েন্টি বিশ্বকাপকে। প্রায় চার ঘণ্টার বিসিবি সেলিব্রেশন কনসার্ট সরাসরি  দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চ্যানেল নাইন। সহযোগিতা করছে ইভেন্ট আয়োজক  গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশনস। মেগা কনসার্ট অনুষ্ঠানে বাংলাদেশের তারকা-শিল্পীদের মধ্যে গাইবেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, মমতাজসহ বিভিন্ন শিল্পী। এ ছাড়া থাকছে এলআরবি, মাইলস, সোলস, অর্ণব অ্যান্ড  ফ্রেন্ডস সুরের মূর্ছনাও। গান গাইবেন এ আর রহমান, উদিত নারায়ন, জাভেদ আলী, নীতি মোহন, শ্বেতা পণ্ডিত, আনন্দন শীবামনি অহর দ্বীপ কৌড়। এ আর রহমানের নেতৃত্বে প্রায় ১৩০ জনের একদল গাইয়ে মঞ্চ মাতাতে সরব থাকবেন প্রায় দুই ঘণ্টা। সঙ্গে আরো থাকছেন আমেরিকান হাটথ্রুব আরএন্ডবির একন। বিকেল তিনটা থেকেই আয়োজন শুরু হলেও মূলপর্ব শুরু হবে সন্ধ্যায়। মেগা কনসার্টে আইসিসি অফিসিয়াল ইভেন্ট গান চার ছক্কা হই হই গাইবেন পান্থ কানাই, কনা, এলিটা, জোহান, শান্ত, পূজা আর তাপস। সঙ্গে বাজবে বিসিবির স্বাগত সংগীত-উড়ছে শান্তির পায়রা; গাইবেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল। ২০১১ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সফল আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেবার সফলতা  দেখাতে পারায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দিয়েছে। এই প্রথম একসঙ্গে ২৬টি দল অংশ  নেবে। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ নেবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া