adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের ওপর চাপ বাড়বে উপজেলা নির্বাচনের পর

নিজস্ব প্রতিবেদক : উপজেলা নির্বাচনের পর সরকারে ওপর সংলাপের চাপ বাড়বে । চাপ বাড়বে সব দলের অংশগ্রহণে নির্বাচনের জন্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের  থেকে যেমন চাপ আসবে, তেমনি চাপ সৃষ্টি করবে বিএনপিও। তাই এ নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ। এরই মধ্যে দুই পর্বে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি এগিয়ে আছে। ১৫ মার্চ তৃতীয় পর্বের নির্বাচন। মোট ছয় পর্বে এই নির্বাচন শেষ হবে আগামী মে মাসে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এরই মধ্যে বলেছেন, উপজেলা নির্বাচনের পর নতুন করে আন্দোলন শুরু হবে। তারা সব দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের দাবিতে আন্দোলন আরো বেগবান করবে । এদিকে মঙ্গলবার ঢাকায় ক্যানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের  কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, তারা চান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে সহিংসতামুক্ত একটি নির্বাচনের উপায় বের করুক। তার মতে, বাংলাদেশে নির্বাচনকে ঘিরে যে ধরণের সহিংসতা হয়, তা উন্নয়ন ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার জন্য খারাপ। তাই শুধু পরবর্তী নির্বাচন নয়, আগামী সব নির্বাচন যাতে সহিংসতা ছাড়া হয়, সেজন্য প্রধান রাজনৈতিক দলগুলোর একটি সমাধানে আসা উচিত। রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের আগের অবস্থানেই আছে বলে মনে হয়। তবে তারা সরকারকে কিছুটা সময় দিচ্ছে। তারা উপজেলা নির্বাচনের চূড়ান্ত ফলাফল  দেখতে চাইছে। ড. আহমদের মতে,  বিএনপি যদি শেষ পর্যন্ত উপজেলায় তাদের জয় ধরে রাখতে পারে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে ব্যবহার করবে। তারা বলতে পারবে বিএনপি জনপ্রিয় দল। সব দলের অংশগ্রহণে একটি নতুন জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয়তা প্রমাণের সুযোগের কথা তখন বলবে তারা।অধ্যাপক ইমতিয়াজ আহমদের মতে, এই উপজেলা নির্বাচনের মাধ্যমে বিএনপিও অনেকটা ঘুরে দাড়াবে। অধিকাংশ উপজেলা পরিষদের  চেয়ারম্যান যদি তাদের দলে হয়, তাহলে তাদের পে আন্দোলন গড়ে তোলা সহজ হবে। তারাও বলতে পারবে যে, তারাই সবচেয়ে জনপ্রিয় দল। তিনি বলেন, সরকারও হয়ত সেটা বুঝতে পেরেছে। তাই তারাও উপজেলা নির্বাচনকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে। তারা চাইছে, বাকি নির্বাচনে যেন তাদের প্রার্থীরা ভালো করেন। আর দুই দলের এই মনোভাবের কারণেই ক্রমে উপজেলা নির্বাচনে সহিংসতা বাড়ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া