adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেবিলে থাকা চাপাতি দিয়ে কোপ দেন ওসি

নিজস্ব প্রতিবেদক : বিনা কারণে থানায় পুলিশের নির্মম নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আদালতে এসে সাক্ষ‌্য দিয়েছেন। বুধবার ঢাকার এক নম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির রাজ নির্যাতিত কবিরের স্যাগ্রহন করেন। ২০১১ সালের ১৬ জুলাই রাতে খিলগাঁও থানায় আলমগীর কবিরের ওপর চলা নির্যাতনের বিস্তারিত বর্ণনা তিনি জবানবন্দিতে তুলে ধরেন। নির্মম নির্যাতনেন বর্ণনা শুনে স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীরা।  কবির তার জবানবন্দিতে বলেন, খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন তার টেবিল থাকা চাপাতি দিয়ে আমার পায়ে কোপ দেন। আব্দুল কাদের মোল্লার জবানবন্দি দেয়া  শেষ হলে তাকে জেরা করা শুরু করেন অভিযুক্ত ওসি হেলাল উদ্দিনের আইনজীবীরা।এ সময় মামলার আসামি খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে  জেরা চলছে। ২০১৩ সালের ২৩ জানুয়ারি খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়। ওই বছরেরই ২৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। একইবছরের ৪ এপ্রিল ওই চার্জশিট আদালতে গৃহীত হয়।  উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জুলাই রাতে সেগুনবাগিচায় কাদেরকে আটক করে পুলিশ। আটকের পর তাকে খিলগাঁও  থানায় নিয়ে রাতভর পেটানো হয়। পরদিন সকালে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। পরে কাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্রের ওপর চলা নির্মম নির্যাতনের কথা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। তিনি ওই বছরের ৩ আগস্ট জামিনে মুক্তি পান। পরে মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পান।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুজীববিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদের বিসিএস পরীায় উত্তীর্ণ হয়ে বর্তমানে একটি সরকারি কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত রয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া