adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবীদের দুই প্যানেল লড়াই

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহৎ পেশাজীবী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের  ভোট গ্রহণ কিছুণের মধ্যেই শুরু হবে। এ নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক জোট সমর্থিত প্যানেলের মধ্যেই লড়াই হবে। দুইদিনব্যাপী ভোটগ্রহণ বুধবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। মতাসীন আওয়ামী সরকার সমর্থিত প্রার্থীদের আশা, এবারের নির্বাচনে তারা জয়ী হবেন। কেননা গতবারের মতো তাদের মধ্যে গ্রপিং নেই।  অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থকদের প্রত্যাশা, গতবারের বিজয়ের ধারাবাহিকতা এবার ধরে রাখতে পারবেন। যে যেভাবেই বিজয়ের সমীকরণ করুক না কেন বিজয় আসলে কারা লাভ করবেন তা জানা যাবে দুই দিনের ভোটগ্রহণ শেষে। সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের  সভাপতি পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সম্পাদক পদে রবিউল আলম বুদু প্রতিদ্বন্ধিতা করছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব  হোসেন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচনে অংশ নিয়েছেন। জাতীয়তাবাদী প্যানেলের সভাপতি পদপ্রার্থী খন্দকার মাহবুব হোসেনে তার প্রতিশ্রতিতে বলেন, ২০১১-১২ সেশনে তিনি সভাপতি পদে থাকাকালীন সময়  থেকে যেসব কাজ অসমাপ্ত অবস্থায় আছে, তা সমাপ্ত করবেন। এছাড়া আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ  পেশাগত মানোন্নয়নে কাজ করবেন। অন্যদিকে আওয়ামী সমর্থিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী আব্দুল মতিন খসরু তার প্রতিশ্রতিতে সাধারণ আইনজীবীদের জন্য পেশাগত মান উন্নয়ন, বার ও  বেঞ্চের মধ্যে সু-সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি দূরীকরণের প্রয়োজনীয় পদপে নেয়া হবে বলে জানান। এ ছাড়া আইনজীবীদের জন্য বেনেভোলেন্ট ফান্ড বৃদ্ধি করবেন যাতে তারা জীবদ্দশায় অথগ্রহণ করতে পারেন। একটি ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা, সমিতি ভবনে ফ্রি ওয়াই ফাইর ব্যবস্থা, ১৫ তলা বিশিষ্ট লইয়ার চেম্বার বিল্ডিং তৈরিসহ মহিলা আইনজীবীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।  বিএনপি-জামায়াত সমর্থিত সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মাহবুব উদ্দিন খোকন আইনজীবীদেরকে বলেন, এ  সেশনের বাকি কাজ করার পাশাপাশি সম্পূর্ণ সুপ্রিম কোর্ট অঙ্গনকে ফ্রি শক্তিশালী ওয়াই ফাই ব্যবস্থায় উন্নীত এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সুবিধাজনক সব পদপে গ্রহণ করা হবে। আওয়ামী সমর্থিত সম্পাদক পদপ্রার্থী রবিউল আলম বুদু বলেন, আইনজীবীদের পাশে সব সময় কাজ কর ।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-কমিটির তথ্যমতে, এবারের নির্বাচনে চার হাজার ৫৪ জন ভোটার রয়েছেন। সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আওয়ামী সরকার সমর্থক সাদা প্যানেলের বাকি প্রার্থীরা, দুটি সহ সভাপতি পদে আবুল খায়ের ও  হোসেনে আরা বেগম, কোষাধ্য পদে মো. আমির হোসেন, দুটি সহ-সম্পাদক পদে মো. হাবিবুর রহমান ও শেখ সিরাজুল ইসলাম এবং সাতটি সদস্য পদে এ  কে এম দাউদুর রহমান মিনা, অমিত দাশগুপ্ত, গুলশান আরা বিনতে জামান, মো. আব্দুল আজিজ মিয়া, মো. আবুল কালাম আজাদ, মো. নওশের আলী মোল্লা ও ট্রাইব্যুনালের রাষ্ট্রীয় আইনজীবী সালমা হাই টুনি। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থক নীল প্যানেলের প্রার্থীরা হচ্ছেন, দুটি সহসভাপতি পদে মো. খালেদ আহমেদ ও ড. রফিকুল ইসলাম মেহেদি, কোষাধ্য পদে মাসুদ আহমেদ সাঈদ, দুটি সহ সম্পাদক পদে একেএম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার এবং সাতটি সদস্য পদে আফসানা রশিদ, মো.আসাদুজ্জামান আনসারী, মো. জাহাঙ্গীর জমাদার, মো.  মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী, সালমা বেগম ও শামীমা আক্তার বানু। এককভাবে আইনজীবী সমিতির সভাপতি পদে বরাবরের মতো প্রার্থী হয়েছেন আলোচিত রিট দায়েরকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। এ দুই রাজনৈতিক দলের প্রার্থীরা ছাড়াও বেশ কয়েকজন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। আইনজীবী সমিতির গত বছরের নির্বাচনে বিএনপির ঐক্য প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করে। ওই নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টি পদেই বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা জয়লাভ করেন। নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. নূর হোসেন চৌধুরী জানান, বুধবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ভোটগ্রহণ করা হবে।  যাবতীয় প্রস্তুত্তি সম্পন্ন করা হয়েছে। গত ১৮  ফেব্রয়ারি সুপ্রিম  কোর্ট বার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৮ থেকে ২৭  ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও দাখিল করা হয়। ২৭  ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।সম্প্রতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থিত আইনজীবী প্যানেলের ভরাডুবি হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া