adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত সরে দাঁড়ালে সমর্থন দেবে কাকে?

ডেস্ক রিপোর্ট : সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালো জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী সদর উপজেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ। সোমবার জালাল উদ্দিন স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তির সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। তবে বিএনপির কোন প্রার্থীকে সমর্থন দিয়েছেন এমন  কোনো তথ্য জানানো হয়নি। এ ব্যাপারে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলকারী প্রার্থী জামায়াত নেতা জালাল আহমদ  বলেন, সিলেট  জেলার ১৯ দলীয় জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তবে এখন পর্যন্ত বিএনপির কোনো প্রার্থীকেই সমর্থন দেইনি।  কেন সমর্থন দেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দল মনোনিত প্রার্থী নিয়ে এখনো ধোয়াশা কাটছে না। বরং তা আরো ঘনিভূত হচ্ছে। তাই ১৯ দল যাকে সমর্থন দেবে তাকেই জামায়াত সমর্থন  দেবে। প্রসঙ্গত, সিলেট সদর উপজেলায় বিএনপি প্রার্থী নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিদের্শ পাওয়ার পরও এই নাটকীয়তার অবসান হয়নি। এ উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের  চৌধুরী শামীম নিজেকে  কেন্দ্র  ঘোষিত ১৯ দলীয়  জোটের প্রার্থী হিসেবে দাবি করছেন। তবে সিলেট ১৮ দল (জামায়াত ছাড়া) সমর্থন দিয়েছে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নূরুল হুদাকে। এমতাবস্থায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি  ভোটাররাও বিপাকে রয়েছেন বলে জানা  গেছে।  কেন্দ্র  থেকেও শামীমের প্রার্থিতার বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছু নিশ্চিত করা হয়নি। এ নিয়ে দলের নেতাকর্মীরা বির্বতকর অবস্থায় রয়েছেন। এমন অবস্থায় জামায়াতে ইসলামী সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক জালাল আহমদ চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাড়িয়ে ১৯ দলের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। তবে ১৯ দলের কোন প্রার্থীকে সমর্থন দেবেন তা নিয়ে জামায়তও বির্বতকর অবস্থায়। এমন অবস্থায় জামায়াত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীকে না সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নূরুল হুদাকে সমর্থন জানাবেন তা নিয়ে জনমনে প্রশ্নে দেখা দিয়েছে। এদিকে সিলেট সদর উপজেলায় ১৯ দলের হ-য-ব-র-ল অবস্থায় আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান আশফাক আহমদ অনেকটাই সুবিধাজনক অবস্থানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া