adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোশতের টুকরায় আল্লাহু-মুহাম্মদ

ডেস্ক রিপোর্ট : স্রষ্টার সৃষ্টির শেষ নেই। এই সৃষ্টির মাঝে রয়েছে অলৌকিক কিছুও। যা অনেকটা দুর্লভ। তেমনই দুর্লভ একটি দৃশ্যের অবতারণা ঘটল মিরসরাইয়ে। উপজেলা সদরের একটি বাসায় রান্না করা গরুর গোশতের এক পিঠে আল্লাহু-মুহাম্মদ ও অন্য পিঠে মুহাম্মদ (সা.) লেখা দেখা গেছে। আল্লাহু ও মুহাম্মদ (সা.) লেখা গোশতের টুকরাটি এক নজর দেখার জন্য অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছে উপজেলা সদরের বশর মঞ্জিলের মোস্তফা আজিম হোসেনের বাসায়। সোমবার বিকেলে সরেজমিনে ওই বাসায় গিয়ে দেখা যায়, একটি গরুর  গোশতের এক পিঠে আল্লাহু অন্য পিঠে মুহাম্মদ লেখা আছে। মোস্তফা আজিম  হোসেনের স্ত্রী নিলুফার ইয়াসমিন শিল্পীর রান্না করা গরুর গোশতে এমন দৃশ্য  চোখে পড়ে। তাদের মেয়ে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ  থেকে এসএসসি পরীার্থী তামান্না তাহসিন স্নিগ্ধা জানান, গত শনিবার দুপুরে খাওয়ার সময় রান্না করা গোশতে  সে আল্লাহু ও মুহাম্মদ (সা.)  লেখা  দেখতে পায়। তখন সে তার মা নিলুফার ইয়াসমিন শিল্পীকে বিষয়টি জানায়। নিলুফার ইয়াসমিন শিল্পী জানান, গত ২৮  ফেব্র“য়ারি মিরসরাই  পৌরবাজার থেকে গরুর  গোশত কিনে ফ্রিজে রাখা হয়। এরপর ৮ মার্চ শনিবার রান্না করেন তিনি। কিন্তু খাওয়ার সময় তার মেয়ে এক টুকরা গোশতে আরবিতে কী যেন লেখা দেখে তা খায়নি। পরে গোশতের টুকরাটিকে পানি দিয়ে ধুয়ে রেখে দেন। স্থানীয় আল নুর মসজিদের ইমাম আনোয়ার হোসেন গোশতের টুকরাটি দেখে এতে আল্লাহু ও মুহাম্মদ (সা.) লেখা থাকার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্য মাওলানা একরামুল হক বলেন, আল্লাহ তার সৃষ্টিকে মাঝে মধ্যে তার কুদরত দেখানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার অবতারণা করেন। তারই ধারাবাহিকতায় এটি  আল্লাহর একটি কুদরত। এটি না  খেয়ে  হেফাজতে রাখা আবশ্যক। এসব কুদরত উপলদ্ধি করে আল্লাহর প্রতি আরো বেশি আস্থাশীল হওয়া দরকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া