adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামুর বৌদ্ধ বিহারে রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার বেলা ১১টার দিকে বিশেষ হেলিকপ্টারে করে রামুর রাবার বাগান সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। সাম্প্রদায়িক সন্ত্রাসে গত বছরের ২৯ সেপ্টেম্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সমুদ্রতীরবর্তী জেলা কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলার বৌদ্ধ বসতি। বসত ঘরের পাশাপাশি পুড়িয়ে দেয়া হয় বৌদ্ধদের প্রার্থনাস্থলও। সরকারের উদ্যোগে বৌদ্ধ বিহার ও বসতিগুলো পুননির্মাণ করা হয়েছে। রাষ্ট্রপতি শ্রীকুল মৈত্রী বিহার কমপ্লেক্স, লালচিং, সাদাচিং ও অপর্ণচরণ বৌদ্ধ বিহার পরিদর্শনে এসে সেখানে ২০মিনিট সময় কাটান। পরে কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে যান।এ সময়  কেন্দ্রীয় সীমা বিহারের অধ্য, বাংলাদেশ সংঘরাজ ভিু মহাসভার প্রাক্তন সভাপতি পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরর  নেতৃত্বে বৌদ্ধ নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।সীমা বিহার পরিদর্শন শেষে উত্তর মিঠাছড়িতে নির্মিত ১০০ ফুট গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেন আবদুল হামিদ। রামু উপজেলায় টানা দুই ঘণ্টা সফর  শেষে বেলা ১টার দিকে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বৌদ্ধ মন্দির পরিদর্শন কালে কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া,  জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া