adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিপন্ন ও বিলুপ্ত প্রায় প্রজাতির একটি চিতা বিড়াল ও বানর  উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরণ বিভাগের উদ্ধারকারী দল। রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা  রেজাউল করিম  বিষয়টি জানান। তিনি জানান, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাঘহাসনা গ্রামের লোকজন একটি বাড়ি থেকে প্রথমে চিতা বিড়ালটি আটক করে। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরণ বিভাগের লোকজন ওই এলাকা থেকে চিতা বিড়ালটি রাজশাহীতে আনা হয়েছে। উদ্ধার হওয়া চিতা বিড়ালের দৈর্ঘ্য লেজসহ ৩ ফুট, উচ্চতা ১ দশমিক ৬ ফুট এবং ওজন প্রায় ৮ কেজি। বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বলেন, প্রাণীটির বাম চোখে ও মাথায় ত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের ডা. হেমায়েতুল ইসলাম আরিফের তত্ত্বাবধানে চিতা বিড়ালটির চিকিৎসা চলছে। এদিকে একই দিনে রাজশাহী নগরীর গণকপাড়া  মোড়  থেকে একটি বানর উদ্ধার করা হয়। নিবিড় পরিচর্যা শেষে সুস্থ হওয়ার পর তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তা  মোল্লা  রেজাউল। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া