adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে প্রস্তুত: নিশা দেশাই

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দণি ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্টেন্ট  সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল বলেছেন, কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারে প্রস্তুত বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিশা দেশাই বিসওয়াল বর্তমানে ভারত সফরে রয়েছেন। ভারতের আমেরিকান সেন্টারে যুক্তরাষ্ট্র ও ভারত: আমাদের অর্থনৈতিক সুযোগ ও ভবিষ্যত এশিয়া শীর্ষক এক বক্তব্যে বাংলাদেশের  কৌশলগত অবস্থানের বিষয়টি তুলে ধরেন নিশা দেশাই। তিনি বলেন, ভারতের পশ্চিম ও পূর্বের দেশগুলোর পাশাপাশি মধ্য এশিয়ার ও দণি পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ স্থাপনে সহায়তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী। ভারতের পশ্চিমে রয়েছে পাকিস্তান এবং মধ্য এশিয়া পথে রয়েছে আফগানিস্থান। আর পূর্বে বাংলাদেশ ও দণি পূর্ব এশিয়াতে রয়েছে মায়ানমার। যুক্তরাষ্ট্র মৌলিকভাবে বিশ্বাস করে এ দেশগুলোর মধ্যকার বৃহত্তর অর্থনৈতিক সংযোগ এ অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নতি আরো ত্বরান্নিত করবে। আঞ্চলিক যোগাযোগ স্থাপন নতুন বাজার এবং নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় ও রায় উৎসাহিত করবে যা যুক্তরাষ্ট্রের জনগণ ও অর্থনীতি এবং ভারতের জনগণ ও অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া