adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় সোনালী ব্যাংক লুটের ঘটনায় আরও ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় আরও ৫জনকে আটক করেছে পুলিশ। সুড়ঙ্গ সন্ধান পাওয়ার পরপরই পুলিশ ৪ জনকে আটক করে। রোববার ভোররাত পর্যন্ত আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি। 
রোববার আটককৃতরা হলেন, কাহালু উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মোজাহার আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), আদমদীঘি উপজেলার উতরাইল এলাকার ইদ্রিছ আলীর ছেলে সফিকুল ইসলাম (২০), একই উপজেলার কাশিমমালা এলাকার ইসমাইলের ছেলে ওয়াজেদ (৩০) ও তার সহোদর মৃদুল (২৬), ছোট বিনয় এলাকার মোহাম্মদ আলীর ছেলে রকিব (৩২)। শনিবার আটককৃতরা হলেন, ব্যাংকের পাশে অবস্থিত বিপ্লব ফার্নিচার দোকানের সত্ত্বাধিকারী আশরাফুল ইসলাম (৩৭), কর্মচারী মো: শাহীন (২৬), ব্যাংকের নিরাপত্তারী (সিকিউরিটি গার্ড) মো: মিলন (২৪) ও পূণ্যদেব (২২)। শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের পাশে অবস্থিত সোনালী ব্যাংকের শাখাটির পেছন দিকে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। ব্যাংকের পাশের এক দোকানদার প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এ সুড়ঙ্গ দেখতে পান। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপকে জানানো হলে তারা দেখেন ব্যাংকের ভোল্ট ভাঙা। সুড়ঙ্গ খুঁড়ে ভোল্ট ভেঙে লুট করা হয়েছে ৩২ লাখ ৫১ হাজার টাকা। এর আগে ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায় সোনালী ব্যাংকের অফিসে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়। দুদিনের মাথায় এ চুরির মূল হোতা সোহেল ওরফে হাবিবসহ দুজনকে  গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে চুরির ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া