adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেরা দল নিয়ে খেলার অপোয় মুশফিক

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত খেলোয়াড়দের চোটের কারণে সেরা একাদশ নিয়ে এশিয়া কাপে খেলতে পারেনি বাংলাদেশ। তাই পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও সোহাগ গাজীর প্রত্যাবর্তনের অপোয় রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এশিয়া কাপে চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অন্তত একটি জয়ের ল্যও পূরণ হয়নি স্বাগতিকদের। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেরা খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে তাই হতাশার কথাই বললেন মুশফিক। ফলাফল পে আসছে না। সেরা সমন্বয় নিয়ে খেলতে পারছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম, মাশরাফি, সোহাগ ফিরছে। আশা করি সেরা দল নিয়েই  খেলতে পারবো।
মুশফিক মনে করেন, শ্রীলঙ্কার বিপে অন্তত ৩০ রান কম হয়েছে। শুরুতে উইকেট পেলেও প্রতিপ হিসেব করে ব্যাটিং করেছে। সঠিক সময়ে  ব্রেক থ্রু আসেনি। শেষ সময়ে গিয়ে হেরে যাওয়ার কষ্টটা দ্বিগুণ। এতো খারাপ আর কিছুতে লাগে না। বিশেষ করে, আপনি যখন জানেন, এর  চেয়েও ভালো খেলার সামর্থ্য আপনার রয়েছে। মাথা ঠাণ্ডা রাখলে হয়তো আরো ভালো করা সম্ভব ছিল। মানসিক চাপ ছিল। এশিয়া কাপের এমন ফলের জন্য ভাগ্যকেও দুষলেন মুশফিক। চারটা ম্যাচেই আমরা প্রাণপণ চেষ্টা করেছি। ভাগ্য একটু সহায় হলে হয়তো তিনটাতেই আমরা জিততে পারতাম। ১৬ মার্চ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপ এশিয়া কাপে স্বাগতিকদের হারানো আফগানিস্তান। ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতার আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি জানিয়ে মুশফিক বলেন, আত্মবিশ্বাস থাকলে যে কোনো ফরম্যাটে ভালো করা যায়। টি-টোয়েন্টিতে অনেক ঝুঁকি নিতে হয়। আত্মবিশ্বাস থাকলে তখন সাফল্য পাওয়া যায়। বিশ্বকাপের আগে সতীর্থদের আরো কঠোর পরিশ্রমের আহ্বান মুশফিকের। এজন্য বিশ্বকাপের আগের দশটি দিন ভালোমতো কাজে লাগাতে চান তিনি।আফগানিস্তানের কাছে হারার পরের দুটি ম্যাচে ইতিবাচক কিছু খোঁজার চেস্টা করছেন মুশফিক। নিজেদের সামর্থ্য অনুযায়ী  খেলতে পারছি না। তবে আফগানিস্তানের ম্যাচের পর দুটি ম্যাচে ভালো  খেলেছি। ছেলেরা ভালেভোবেই ঘুরে দাঁড়িয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া