adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা দলের শোভাযাত্রায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক: শনিবার সকাল ১০টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু পুলিশের বাধায় তা করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে বিােভ করে নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হলে তাদের পুলিশ কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে। এ নিয়ে নেতাদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। কাছাকাছি অবস্থান করছিল জলকামানের গাড়ি ও প্রিজন ভ্যান। সকাল ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে এসে পৌঁছালে পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) আসাদুজ্জামানের কাছে শোভাযাত্রা করতে না দেয়ার কারণ জানতে চান।  তিনি বলেন, আমাদের কাছে কোনো অনুমতিপত্র মহানগর পুলিশ কমিশনার থেকে আসেনি। অনুমতি ছাড়া কাউকে শোভাযাত্রা করতে দিতে পারি না।শোভাযাত্রা করতে না পেরে মহিলা দলের বিুব্ধ কর্মীরা কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিােভ প্রদর্শন করতে থাকে। এ সময় পুলিশ মহিলা কর্মীদের ঘিরে রাখে। এছাড়া বেষ্টনীর বাইরে প্রিজন ভ্যান  ও একটি সাদা মাইক্রোবাস এনে রাখা হয়। মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা জানান, এটা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। এজন্য মহানগর পুলিশের কাছে চিঠিও দেয়া হয়েছে। কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে জেলা ও ঢাকা মহানগরের থানায় থানায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহিলা দল। দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। তিনি ােভ প্রকাশ করে বলেন, দেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা নারী। এরপরও আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলকে কর্মসূচি করতে বাধা দিয়েছে- এটা দুর্ভাগ্যজনক। সাত দিন আগে এই কর্মসূচি পালনের কথা জানিয়ে অনুমতির জন্য মহানগর পুলিশের কাছে চিঠি  দেয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। 
সংবাদ সম্মেলনে মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, সহসভাপতি লায়লা বেগম, শাহানা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, ইয়াসমীন আরা হক, সাংগঠনিক সম্পাদক বিলকিস ইসলাস, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, কেন্দ্রীয় নেত্রী অপর্ণা রায়, আরিফা জেসমিন, হোসনে আরা  হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া