adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে আওয়ামী লীগের উপজেলা নির্বাচনে ১৫ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন উপজেলার ১৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মোবাইলে তিনি বলেন, যেসব নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত উপো করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- হিজলা উপজেলা আ. লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বেলায়েত হোসেন ঢালী, সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, সদস্য আবদুল কাইয়ুম খান, সাবেক সভাপতি দলিলুর রহমান সিকদার, মুলাদী উপজেলার সহ-সভাপতি আ. মালেক মিয়া ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মিলন মোল্লা, আগৈলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রি ও সদস্য গিয়াস উদ্দিন খান, বাবুগঞ্জ উপজেলা আ. লীগের সদস্য শামসুজ্জামান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাবুগঞ্জ উপজেলা আ. লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারজানা বিনতে ওহাব, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী সালমা আক্তার, বানারীপাড়া উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি আমিরুন নেছা দল থেকে বহিস্কৃত হন। একই কারণে আগৈলঝাড়া মহিলা লীগের সভানেত্রী পেয়ারা বেগম, মহিলা লীগের সদস্য শেফালী রানী সরকার ও পবিত্র রানী হালদারও এই বহিষ্কারের তালিকায় রয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া