adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাক দিয়ে টাইপ করে গিনেজ বুকে

আন্তর্জাতিক ডেস্ক : নাক দিয়ে টাইপ করে বিশ্বরেকর্ড গড়েছেন  মো: খুরশীদ  হোসেন। মাত্র ৩.৪৩ সেকেন্ডে সম্পূর্ণ ইংরেজি বর্ণমালা টাইপ করে নিজের নাম গিনেজ বুকে লিখিয়েছেন এই ভারতীয় নাগরিক। এ জন্য তাকে গত কয়েকমাস প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা চর্চা করতে হয়েছে। 
একই সময়ে তিনি ১০৩-ক্যারেক্টারের একটি ইংরেজি বাক্য লিখতে সময় মাত্র ৪৭  সেকেন্ডে। এর আগের রেকর্ডটি ছিলও এক ভারতীয়র দখলে। ২০০৮ সালে দুবাইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ওই ভারতীয় সময় নেন ১ মিনিট ৩৩ সেকেন্ড।
প্রতিযোগিতার সময় ২৩ বছর বয়সী খুরশীদের দু’হাত পেছন দিক থেকে বাধা ছিল। তার ঘিরে রেখেছিল অসংখ্য ভক্ত ও মিডিয়াকর্মী। টাইপ করা লেখা দেখার জন্য কি-বোর্ডের সঙ্গে বড় আকারের মনিটর লাগানো ছিল।
অসাধারণ এই সাফল্যের পর এক সাাৎকারে খুরশীদ বলেন, সফলতা লাভের জন্য প্রত্যেক পদপেই গুরুত্বপূর্ণ। অরের অবস্থান নির্ণয়ের জন্য আমাকে একচোখ বন্ধ রাখতে হয়েছিল। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া