adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশনে এ যাবত ৯৯ জনের প্রাণহানি

সংসদ ভবন থেকে: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ যাবত বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ৯৯ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। বিশ্বের আটটি দেশে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের প্রাণহানি ঘটে।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেকের প্রশ্নের উত্তরে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমন তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ‘প্রতিরক্ষা বাহিনীর ছয় হাজার ১৫৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তারা লাইব্রেরিয়া, আইভরি কোষ্ট, দক্ষিণ সুদান, উত্তর সুদান (দারফুর), ডি আর কঙ্গো, পশ্চিম সাহারা, লেবানন ও মালিতে দায়িত্ব পালন করছেন।’

নিহত বাংলাদেশি সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘নিহত সদস্যদের পরিবারকে জাতিসংঘ হতে সর্বোচ্চ ৭০ হাজার মার্কিন ডলার সহানুভূতিমূলক ক্ষতিপূরণ দেয়া হয়েছে। এজন্য জাতিসংঘের কন্টিজেন্ট ওউন ইকুইপমেন্ট (সিওই) ম্যানুয়েলে দেয়া নীতিমালা অনুযায়ী মিশনে নিয়োজিত অবস্থায় কোন শান্তিরক্ষী আহত বা নিহত হলে ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারেন।’

তিনি আরো জানান, মেডিকেল বোর্ডের সুপারিশ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উক্ত আবেদনপত্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের মিশনের মাধ্যমে জাতিসংঘ সদর দফতরে ‘মৌ অ্যান্ড ক্লেইম ম্যানেজমেন্ট সেকশনে প্রেরণ করা হয়ে থাকে। প্রয়োজনীয় নিরীক্ষণের পর নির্ধারিত ক্ষতিপূরণ বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের নিকট পৌছে দেয়া হয়।

তবে কোন দেশে এবং কোন সালে কতোজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এ বিষয়ে সংসদকে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া