adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস সঙ্কট সরকারের সফলতা ম্লান করেছে

সংসদ ভবন থেকে: ‘চলমান গ্যাস সঙ্কট সরকারের সফলতা ম্লান করে দিয়েছে’ বলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন ক্ষোভ জানান।

তিনি বলেন, ‘ঢাকা সিটিতে গ্যাস সঙ্কট প্রবল আকার ধারণ করেছে। মানুষও পানির কলের মতো গ্যাস অপচয় করছে। এটা নিয়ন্ত্রণে সরকারের কোন পদক্ষেপ নেই।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘বন্ধু যদি বেঈমান হয়, তাহলে আর বাঁচার উপায় থাকে না। আমরা যে হারে গ্যাস অপচয় করছি এটা বোকামি। এ ধরণের বোকামি করলে ভবিষ্যতে আমাদেরকে পস্তাতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না। সকালবেলা স্কুলে যাওয়ার সময় গ্যাসের অভাবে শিশুরা না খেয়ে স্কুলে যায়, সারাদিন পরিশ্রম করে বাসায় গিয়ে খাবার পাওয়া যায় না। এমন করে কতোদিন চলবে?’

ঢাকা সিটির গ্যাস সঙ্কট সমাধান ও গ্যাসের অপচয় রোধে পদক্ষেপ গ্রহণের সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই এমপি বলেন, ‘অচিরেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। না হয় ঢাকাবাসী গ্যাস নিয়ে চরমভাবে ভুগবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া