adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ায় ৩৩ জনের ফাঁসি!

পিয়ংইয়ং: দেশদ্রোহী ও সরকার উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে উত্তর কোরিয়ার ৩৩ জনকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। এর আগেও নৃশংস অত্যাচারের জন্য বারবার সংবাদের শিরোনাম হয়েছেন কিম জং উন।

তাদের বিরুদ্ধে আনা অন্য অভিযোগ হলো, এক দক্ষিণ কোরীয় খ্রিস্টান মিশনারির সঙ্গে হাত মিলিয়ে দেশে গোপনে গির্জা তৈরি করার পরিকল্পনা করা। এ জন্য তারা, দাক্ষিণ কোরিয়া সরকারের কাছ থেকে অনেক অর্থ নিয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযুক্ত ওই ৩৩ জনকে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের কোনো গোপন সেলে আটক রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ডিসেম্বরেই নিজের ফুপা জ্যাংকে নৃশংসভাবে খুন করেন কিম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন জ্যাং। কিমের কানে সে খবর পৌঁছতেই জ্যাংকে গ্রেফতার করা হয়। অকথ্য অত্যাচারের পরে তাঁকে হত্যা করা হয়।

কিছুদিন আগে নিজের কার্যকলাপের জন্য জাতিসংঘের কঠোর সমালোচনার মুখে পড়েন কিম। এছাড়া, দেশটিতে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জাতিসংঘের প্রতিনিধিদের উত্তর কোরিয়ার প্রবেশ করতেও দেয়া হয়না বলে অভিযোগ করে জাতিসংঘ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া