adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আধুনিক সরঞ্জামের অভাবে ঝুঁকিতে পুলিশ

ঢাকা: জনবল সঙ্কট ও আধুনিক সরঞ্জামের অপ্রতুলতাসহ নানা প্রতিকূলতায় দায়িত্ব পালনে চরম ঝুঁকির মধ্যে রয়েছে পুলিশ। বিশেষ করে জেলা পুলিশের দায়িত্ব পালন চরম ঝুকিপূর্ণ। যার কারণে বিভিন্ন রাজনৈতিক কমসূর্চীসহ সহিংসতা দমনে বারবার মার খাচ্ছে জেলা পর্যায়ের পুলিশ।পুলিশের এ অবস্থার উন্নতি করতে হলে জেলা পর্যায়ে পুলিশের জনবল বৃদ্ধি, আধুনিক যানবাহন ও টেকনোলজিক্যাল (প্রযুক্তিগত) সকল সরঞ্জামের চাহিদা পূরণ করতে হবে। তা না হলে সামনের দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে আরো শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকে এসব সমস্যার কথা উঠে আসে। পুলিশের অতিরিক্ত আইজিপি শহিদুল হকের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মোস্তাক আহম্মেদ ছাড়াও উপস্থিত ছিলেন আইজিপি হাসান মাহমুদ খন্দাকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব) কর্ণেল জিয়াউল আহসান, ডিএমপি কমিশনার বেনজীর আহম্মেদ। এছাড়া বিভাগীয় রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপারও এ বৈঠকে অংশ নেন।বৈঠকে অংশগ্রহনকারী একাধিক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকের শুরুতেই আলোচনায় আসে পুলিশের জনবল সঙ্কটের বিষয়টি। এছাড়া প্রিজন ভ্যানসহ যানবাহন সমস্যা, পুলিশের ঝুঁকিভাতা বাড়ানো, থানা ও জেলা পর্যায়ের থানাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিম্নমানের রেশন প্রদানসহ বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়।  বৈঠকে বলা হয়, ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতা দমনে পুলিশকে চরম হিমশিম খেতে হয়েছে। জেলা ও থানা পর্যায়ে প্রয়োজনীয় জনবলের অভাবে পুলিশ বার বার মার খেয়েছে। এছাড়া আসামি পরিবহনে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে প্রিজনভ্যানগুলো মান্দাতার আমলের। ঝুঁকিপূর্ণ এসব প্রিজন ভ্যানে আসামি পরিবহনে পুলিশকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। জরাজীর্ণ প্রিজন ভ্যানের কারণেই সন্ত্রাসীরা হামলা করার সুযোগ পেয়েছে।বৈঠকে আরো বলা হয়, ‘কোনো সন্ত্রাসী গোষ্ঠি এসব ভ্যানে হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলেও পুলিশ মোকাবেলা করতে করতে অনেক ঘটনা ঘটে যেতে পারে। এসব ভ্যান পরিবর্তন করে এমন ভ্যান দেয়া হোক যাতে সন্ত্রাসীরা হামলা করলে গাড়িতে বসেই পুলিশ তাদের মোকাবেলা করতে পারে।এছাড়া, জেলা ও থানা পর্যায়ে অনেক থানা কমপাউন্ড চরম ঝুঁকির মধ্যে রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন করে এসব থানাগুলোকে আরো বেশি নিরাপত্তার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতায় অনেক থানায় হামলার ঘটনা ঘটেছে শুধু নিরাপত্তামূলক বাউন্ডারি ও ভবন না থাকার কারণে।বৈঠকে পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশের বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশের জন্য আলাদা বিভাগ থাকলে এতোটা সময় লাগতো না।বৈঠকে পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টিও উঠে আসে। পুলিশ কর্মকর্তারা বলেন, বর্তমানে পুলিশকে যে পরিমান ঝুঁকিভাতা দেয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল। বিভিন্ন সময়ে বহু পুলিশ সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে, অপরাধ দমনে হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। এসব পুলিশ সদস্য জমিজমা সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা চালিয়েছেন এমন নজিরও রয়েছে। তাই পুলিশের ঝুঁকি ভাতা আরো বাড়ানো দরকার।বৈঠকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার সেখানে এপিসির সংখ্যা বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, নারায়নগঞ্জের মতো জেলায় মাত্র একটি এপিসি রয়েছে। সহিংসতা নিয়ন্ত্রনে সেখানে আরো এপিসি প্রয়োজন।ঠাকুরগাঁওয়ের এসপি পুলিশকে অ্যাম্বুলেন্স দেয়ার দাবি জানান। ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফোর্সদের খাবারের জন্য সরকারী বাবুর্চি নিয়োগের দাবি জানান।  এছাড়া পুলিশের অভ্যন্তরীন অনেক সমস্যার কথাও উঠে আসে বৈঠকে। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকের প্রথমদিকে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শুরু হলে বৈঠকে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়।অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের দাবিগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তবে সরকারের সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার মধ্য থেকেই আমরা এগুলো বাস্তবায়ন করবো। পুলিশের জনবল বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া