adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী দফার ভোটগ্রহণ হবে আন্তর্জাতিকমানের

ফেনী: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ‘আগামী তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে আন্তর্জাতিক মানের। বিশ্বের উন্নত দেশে যেভাবে গণতন্ত্রের জন্য ভোট হয়েছে, বাংলাদেশেও সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের মিজান রোডে জেলা সার্ভার স্টেশন ভবন উদ্বোধন ও এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সার্ভার স্টেশনগুলোর প্রযুক্তিগত দিক ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার আরো বলেন, ‘সার্ভার স্টেশনগুলো স্বয়ংসম্পূর্ণ করার ব্যাপারে আমরা চেষ্টায় আছি। জেলা সার্ভার স্টেশনগুলোতে ডিজিটাল ক্যামেরা ও স্ক্যানার ও আঙ্গুলের চাপ নেয়ার জন্য ডায়ামেটিক থাকবে।’

নতুন ৭০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৯১ হাজার দ্বৈত ভোটার রয়েছে জানিয়ে মো. জাবেদ আলী বলেন, ‘এসব দ্বৈত ভোটার আঙ্গুলের ডায়ামেটিক মেশিনের কারণে ধরা পড়েছে।’

ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী একরামুল হক একরাম, মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবির রতন, আবদুল হাই মিলন প্রমুখ।

উপস্থিত ছিলেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভর কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরীসহ জেলা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা ও আসন্ন উপজেলা নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া