adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আপনি যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন সংশোধন করে নেন। এ স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং মেশিনারি ফেব্রিকস অ্যান্ড টেকনলোজি ট্রেড শো অ্যান্ড সিম্পোজিয়াম (গ্যাপেক্সপো) ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।     

উপজেলা নির্বাচন শেষে আন্দোলনে যাবে বিএনপি। রাজবাড়ী জনসভায় খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তোফায়েল বলেন ‘আন্দোলনের নামে হরতালের মতো কর্মসূচি দেবেন না। এ ধরণের কর্মসূচি দিলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমাদের এখনো পাঁচবছর সময় আছে। এর মধ্যে দেশের অর্থনীতির ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করতে দেব না।’    

অর্থনীতির চাকা সচল রাখতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি বিরুদ্ধে সকল দল মিলে একটি জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান মন্ত্রী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারদের সংগঠন বিজিএমইয়ের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের গার্মেন্টস শিল্পের মধ্য দিয়েই বাংলাদেশে নারী বিপ্লব ঘটেছে। তাছাড়া ৫ কোটি লোক এ সেক্টরের সাথে সরাসরি জড়িত। তাই এ সেক্টরকে সবাই মিলেই সামনে এগিয়ে নিতে হবে। আর শুধু তৈরি পোশাক নয় এর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কের সকল প্রতিষ্ঠানকে সমান তালে এগিয়ে নিতে হবে।’

তৈরি পোশাক মালিকদের অপর সংগঠন বিকিএমইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আমাদের বাউশিয়াতে গার্মেন্টর পল্লী তৈরির যে প্রক্রিয়া চলছে তাতে শুধু তৈরি পোশাক নয় সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কের প্রতিষ্ঠানকে নেয়া হবে। আর সরকার যদি আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের চাহিদা পূরণ করতে পারে তাহলে আমরা আরো ভালো করতে পারবো।’

এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর বলেন, ‘গার্মেন্টস সেক্টরের যে সমস্যাগুলো আছে তার একটা লিস্ট এবং সম্ভাব্য সমাধান আপনাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেয়া উচিত। কারণ এভাবে মিটিংয়ে বক্তৃতায় সমস্যার কথা বললে পরে তা হারিয়ে যায়।’

আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গার্মেন্টস শিল্পের জন্য যেটুকু করা যায় তার সবটুকুই দ্রুত করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিজিএপিএমইয়ের সভাপতি রাফিজ আলম চৌধুরী।

অনুষ্ঠানের শেষে মেলার উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, গ্যাপেক্সপো-২০১৪ মেলা চলবে ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। এ মেলায় চায়না, পাকিস্তান, তাইওয়ান, অস্টেলিয়া, জার্মানি, দুবাই ও ভারতসহ মোট ২৫ টি দেশ অংশগ্রহণ করেছে। আর মেলায় স্টল রয়েছে মোট ৫০০টি। স্টলে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেশিনারিজ, কাঁচামাল এবং গর্মেন্টস এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য প্রদর্শিত হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া