adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি আসলামকে দুদকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হককে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তারা।

দুদকের তলবে আসলামুল হক বুধবার সকাল ১০টায় সেগুনবাগিচার কার্যালয়ে আসেন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত দুদক কার্যালয়ে তার জিজ্ঞাসাবাদ চলে।জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় আসলামুল হক দাবি করেন, তার আয়কর আইনজীবী হিসাবে ভুল করেছেন, এজন্য সম্পদ বিবরণীতে বেশি সম্পদের কথা উল্লেখ হয়েছে।এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠান দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম।

দশম জাতীয় সংসদের হলফনামায় আসলামুল হক উল্লেখ করেছেন, তিনি ও তার স্ত্রী এখন ১৪৫ দশমিক ৬৭ একর জমির মালিক। জমির দাম উল্লেখ করা হয়েছে এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। পাঁচ বছরে স্বামী-স্ত্রীর জমি বেড়েছে ১৪০ একরের বেশি। তিনি আর বাড়তি এ জমির মূল্য দেখিয়েছেন এক কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে আসলামুল হকসহ সাতজনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া