adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেন্দ্রে ভাঙচুর, প্রধান শিক্ষক অবরুদ্ধ

দিনাজপুর: পরীক্ষা শেষ না হতেই খাতা কেড়ে নেয়ায় স্কুলে ভাঙচুর চালিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এসময় তারা ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে প্রধান শিক্ষক শাহীন আখতারকে।মঙ্গলবার দুপুরে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে দিনাজপুর জিলা স্কুলে। পরে পুলিশ ডেকেও সুরাহা না হওয়ায় অভিভাবকদের মধ্যস্থতায় ক্ষমা চেয়ে রক্ষা পান এ প্রধানশিক্ষক। পরীক্ষার্থী ও স্কুল সূত্রে জানা গেছে, দিনাজপুর জিলা স্কুল কেন্দ্রে সরকারি বালিকা বিদ্যালয়সহ ৪টি স্কুলের পরীক্ষার্থীরা অংশ নেয়। মঙ্গলবার ছিল পদার্থ, ইতিহাস ও ব্যবসায়ী পরিচিতি বিষয়ে পরীক্ষা। যথা নিয়মে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার কথা দুপুর একটায়। কিন্তু বেলা পৌনে একটায় পরীক্ষার খাতা কেড়ে নেয়া শুরু করে কেন্দ্র কর্তৃপক্ষ।এতে বিক্ষুদ্ধ হয়ে ওঠে পরীক্ষার্থীরা। তারা প্রতিবাদ জানালে তাদের সঙ্গে খারাপ আচরণ করে কেন্দ্র কর্তৃপক্ষ। এতে আরও বিক্ষুদ্ধ হয়ে পরীক্ষার্থীরা এক জোট হয়ে কেন্দ্রসচিব ও স্কুলের প্রধান শিক্ষক শাহীন আখতারের কার্যালয় ঘেরাও করে। এ সময় কক্ষের দরজা ও জানালা ভাঙচুর করা হয়। কেন্দ্রসচিবের অপসারণ চেয়ে স্লোগান দেয়া হয়। ৩ ঘন্টা ধরে অবরুদ্ধ থাকেন তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেন কেন্দ্রসচিব। এতেও কোনো ফল না পেয়ে পরে অভিভাবকদের মুঠোফোনে ডেকে আনা হয়। পরে পুলিশী প্রহরায় বিকেল পৌনে ৪টায় কক্ষ থেকে বের হয়ে হ্যান্ড মাইকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্যে ভুলের জন্য ক্ষমা চান। এতে রক্ষা পান তিনি, পরিস্থিতি শান্ত হয়। পরীক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া